
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ মহামারি করোনায় দক্ষিণ আফ্রিকায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আমির হোসেন (৫৫)।
স্থানীয় কমিউনিটি থেকে জানা গেছে, আমির হোসেন গত সপ্তাহে করোনা আক্রান্ত হন। তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আমির হোসেনের দেশের বাড়ি মাদারীপুর বলে জানা গেছে।
সোমবার রাতে জোহানেসবার্গে মারা যান জাকির হোসেন(৩৫) নামে আরেক বাংলাদেশি। জাকির হোসেনের দেশের বাড়ি নোয়াখালীতে। জাকির হোসেন করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার ।