আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ করোনা মহামারি কাটিয়ে উঠতে না উঠতেই তাপপ্রবাহে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র! ওয়াশিংটন ও ওরেগনের কয়েক জায়গায় তাপমাত্রা পেরিয়ে গেছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এতে মাত্র এক সপ্তাহে প্রায় ২০০ মানুষের প্রাণহানি হয়েছে।
শনিবার এনডব্লিউএস এর পক্ষ থেকে বলা হয়েছে, সপ্তাহজুড়ে অস্বাভাবিক তাপপ্রবাহ চলায় যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের ৩ কোটি মানুষ বর্তমানে বিপদাপন্ন অবস্থায় আছেন।সতর্কবার্তায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজনকে ঘরের বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি, শরীর যেন পানিশূন্য না হয়, সেজন্য ঘন ঘন পানি পান করতেও আহ্বান জানানো হয়েছে।এছাড়া গরমের কারণে যারা শারীরিক অসুস্থতা বোধ করছেন, তাদের জন্য বেশ কিছু ‘কুলিং সেন্টার’ খুলেছে নেভাডা- অরেগনের রাজ্য প্রশাসন। গরমের কারণে অসুস্থ বোধ করলে সেই কুলিং সেন্টারগুলোতে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে জনগণকে।
এনডব্লিউএস-এর তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে লাস ভেগাসে। নেভাডা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে। শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকায় তাপমাত্রা ওঠানামা করেছে ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।এক পূর্বাভাসে মার্কিন স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, মার্কিনিরা যদি এই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে না পারে তা হলে ভবিষ্যতে আরও খারাপ দিন আসতে চলেছে।প্রসঙ্গত, বেশ কয়েক সপ্তাহ ধরেই প্রবল দাবদাহে পুড়ছে কানাডা ও আমেরিকা। কানাডায় ইতিমধ্যেই ৫০০-রও বেশি মানুষের প্রাণ গিয়েছে। আমেরিকাতেও পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে।