
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃআগামী ১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে চলমান কঠোর লকডাউন। এতে আগামী বুধবার থেকে ট্রেন চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। এবার অর্ধেক আসন ফাঁকা রেখে নয়, শতভাগ আসনে ট্রেন চলাচল করবে।
রেলপথ মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, অর্ধেক আসন ফাঁকা রেখে নয়, শতভাগ আসনে যাত্রী নিয়ে সব ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে অনলাইনে অর্ধেক টিকিট বিক্রি হবে এবং বাকি অর্ধেক পাওয়া যাবে স্টেশনের কাউন্টারে। আসন ফাঁকা না রাখলেও যাত্রীদের মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করা হবে।
সূত্র আরো বলছে, বুধবার থেকে আন্তঃনগর ও মেইল মিলিয়ে ৫৭ জোড়া ট্রেন চালানোর নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তঃনগর ৩৮ জোড়া, মেইল ও কমিউটার ট্রেন ১৯ জোড়া।
উল্লেখ্য, রোববার বিকেলে আগামী ১১ আগস্ট থেকে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।