প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্যঃ বরিস জনসন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রয়োজন হলে তালেবানের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার লন্ডনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। খবর আল জাজিরার

বরিস জনসন বলেন, ‘আমি মানুষকে আশ্বস্ত করতে চাই, আফগানিস্তানের জন্য একটি সমাধান বের করতে আমাদের রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা থাকবে। প্রয়োজন হলে অবশ্যই তালেবানের সঙ্গেও আমরা কাজ করব।

এর আগে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, ‘তালেবানের মূল্যায়ন করা হবে তাদের কাজে, কথায় নয়।’

কাবুল বিমানবন্দরের পরিস্থিতি সম্পর্কে জনসন বলেন, সেখানে হাজার হাজার আফগানরা মরিয়া হয়ে দেশ ছাড়া নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা ‘কিছুটা ভালোর দিকে যাচ্ছে’।

ব্রিটিশ সরকার জানায়, গত শনিবার থেকে তারা ১ হাজার ৬১৫ জনকে উদ্ধার করেছে। এদের মধ্যে ৩৯৯ জন ব্রিটিশ নাগরিক ও তাদের পরিবার-পরিজন, ৩২০ জন দূতাবাসের কর্মী এবং ৪০২ জন আফগান।

SHARE THIS ARTICLE