কাবুলে ১৩ মার্কিন সেনা নিহতের ঘটনায় বাইডেনের বিবৃতি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩ মার্কিন সেনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তান থেকে এসব সেনার মরদেহ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বাইডেন।

স্থানীয় সময় রবিবার ডেলাওয়ারের ডোভার বিমান ঘাঁটিতে এক সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সেনা সদস্যের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় পুরো এলাকা কান্নার আওয়াজে ভারি হয়ে ওঠে। এক নারী অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়া হয়। প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রীও এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েনে।

পরে এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘এই ১৩ সেনা সদস্য আমাদের বীর, তারা অন্যদের জীবন বাঁচানোর সময় সর্বোচ্চ আমেরিকান আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’

প্রসঙ্গত, কাবুলে হামলায় নিহত মার্কিন সেনাদের বয়স ২০ থেকে ৩১ বছরের মধ্যে। ফলে তাদের কেউই ২০ বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযান শুরুর খুব বেশি দিন আগে জন্ম লাভ করেননি। নিহত এসব সেনা সদস্য আফগানিস্তান থেকে মার্কিন ও আফগান নাগরিকদের সরিয়ে আনার কাজে নিয়োজিত ছিলেন। বর্বরোচিত এ হামলায় তালেবানসহ প্রায় ৯০জনের বেশি নিহত হয়।

SHARE THIS ARTICLE