
আইরিশ বাংলা পোস্ট ডেস্কঃ আয়ারল্যান্ডে উনিশ শতকের দুর্ভিক্ষের পর এবার প্রথমবারের মতো জনসংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে গেলো।কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস (সিএসও) মঙ্গলবার জানিয়েছে যে, ২০২১ সালের এপ্রিল পর্য্যন্ত এক বছরে আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এই মাইলফলকে পৌঁছেছে। এই জনসংখ্যা বৃদ্ধি মূলতঃ নেট মাইগ্রেশন এবং প্রাকৃতিক বৃদ্ধির যোগফল।
দা গার্ডিয়ান পত্রিকার সূত্রে জানা যায় যে, কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থার পরিসংখ্যানবিদ জেমস হেগার্টি জানিয়েছেন, “আয়ারল্যান্ডের জনসংখ্যা গত এপ্রিল মাসে আনুমানিক ৫০ লক্ষ ১০ হাজার অতিক্রম করেছে। এর আগে ১৮৫১ সালের আদমশুমারির পর জনসংখ্যা ৫০ লক্ষের উপরে উঠেছিল, যখন তুলনামূলক জনসংখ্যা ছিল ৫১ লক্ষ ১০ হাজার”। ১৮৫১ সালে পুরো আয়ারল্যান্ড দ্বীপে অর্থাৎ বর্তমান প্রজাতন্ত্রী আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড মিলে মোট জনসংখ্যা ছিল ৬৬ লক্ষ। বর্তমানে উত্তর আয়ারল্যান্ডের ১৮ লক্ষ ৯০ হাজার জনসংখ্যা সহ, পুরো দ্বীপে ৬৯ লক্ষ মানুষ বাস করছেন।

তুলনা করার সুবিধার জন্য, বর্তমানে যুক্তরাজ্যের ওয়েলসে ৩১ লক্ষ, স্কটল্যান্ড ৫৪ লক্ষ এবং ইংল্যান্ড ৫ কোটি ৬২ লক্ষ মানুষ বাস করেন।
এই বছরের এপ্রিল মাস পর্য্যন্ত বছরে প্রজাতন্ত্রী আয়ারল্যান্ডের জনসংখ্যা ৩৪,০০০ বা ০.৭% বৃদ্ধি পেয়েছে। এর আগের বছর এই সংখ্যা ছিল ৫৫,৯০০ অর্থাৎ গত বছরের তুলনায় এই বছর জনসংখ্যার বৃদ্ধি কম হয়েছে।
এই বছর আয়ারল্যান্ডে এসেছেন আনুমানিক ৬৫,২০০ জন আর এই দেশ থেকে অন্য দেশে গেছেন ৫৪,০০০। সেই হিসেবে জনসংখ্যা বেড়েছে ১১,২০০ জন। এইসময়ে জন্মগ্রহণ করেছেন ৫৫,৫০০ জন আর মৃত্যুবরন করেছেন ৩২,৭০০ জন। প্রাকৃতিক হিসেবে জনসংখ্যা বেড়েছে ২২,৮০০ জন। ২০০০ সালের পর এই বছর প্রাকৃতিক বৃদ্ধি ছিল সর্বনিম্ন।
১৮৪০ এর দশকে, আয়ারল্যান্ডের সম্পুর্ন দ্বীপের জনসংখ্যা ৮০ লক্ষের বেশী ছিল। সেই সময়ে দুর্ভিক্ষের কারণে ক্ষুধা এবং রোগে ভোগে ১০ লক্ষের মত মানুষ প্রাণ হারায় আর লক্ষ লক্ষ লোক দেশত্যাগে বাধ্য হয়। বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় জুড়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে অব্যাহত অভিবাসনের কারণে আয়ারল্যান্ডের একটি বিশাল প্রবাসী জনগোষ্ঠী তৈরি হয়েছে।

এবছরের এপ্রিল পর্য্যন্ত আয়ারল্যান্ডে যে ৬২,৫০০ জন এসেছেন তাদের অর্ধেকের মত ৩০,২০০ জন মূলত আয়ারল্যান্ডের নাগরিক যারা অন্য কোন দেশে বসবাস করছিলেন, তারা এই সময়ে নিজ দেশে ফিরে এসেছেন। ২০০৭ সালের পর এবছরই সর্বোচ্চ সংখ্যক নাগরিক দেশে ফিরে আসলেন। প্রকৃতপক্ষে ২০০৭ সালে কেল্টিক টাইগার যুগের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধ্বস নামে এবং আয়ারল্যান্ড অর্থনৈতিক মন্দার কবলে পতিত হয়েছিলো, যার ফলে পুনরায় দেশত্যাগের সূচনা হয়েছিলো।
আয়ারল্যান্ডে বসবাসকারী আইরিশ নাগরিকের সংখ্যা ৪৩,৬৫,৯০০ জন যা মোট জনসংখ্যার ৮৭.১% আর নন-আইরিশ নাগরিকদের সংখ্যা ২০২১ সালের এপ্রিল মাসে কিছুটা বেড়ে ৬,৪৫,৫০০ জনে এসে দাঁড়িয়েছে, যা মোট জনসংখ্যার ১২.৯%।
৬৫ বছর বা তার বেশি বয়সের জনসংখ্যা ২২,২০০ জন (৩.১%) বেড়ে সর্বমোট ৭,৪২,৩০০ জনে এসে দাঁড়িয়েছে যা ২০১৬ সালের তুলনায় ১৭.৯% বেড়েছে।
হেগার্টি জানান, সর্বশেষ পরিসংখ্যানে কোভিড-১৯ এর জনসংখ্যাতাত্ত্বিক এবং সামাজিক প্রভাব প্রতিফলিত হয়েছে।
তথ্যসূত্রঃ দা গার্ডিয়ান