
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মান্দি-গারো জনজাতির প্রধান ধর্মীয় ঐতিহ্যবাহী উৎসব ওয়ানাগালা আগামি ১৩ ও ১৪ নভেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া গারো লাইনে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
জানা যায়,বাংলাদেশের মান্দি-গারো জাতির লোকদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। এটি ওয়ান্না নামেও পরিচিত। প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসে গারো পাহাড়ে এই উৎসব পালিত হয়। ফসল তোলার এই উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজং-এর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। উৎসবটি শীতকালের প্রারম্ভকালীন সময়ে হয়ে থাকে ।
শনিবার (৪ ই সেপ্টেম্বর) শ্রীমঙ্গলের ক্যাথলিক মিশনের সেন্ট যোসেফ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভা কক্ষে চলতি বছরের গারোদের ঐতিহাসিক এবং ঐতিহ্যময়ী “ওয়ানগালা” অনুষ্ঠান উদযাপন নিয়ে ২য় সভা নকমা এসোসিয়েশনের সভাপতি ক্ষিতিস আরেং সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
শ্রীচুক গারো নকমা এসোসিয়েশন ও যুব সংগঠনের আয়োজনে ওয়ানগালা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপি এলাকার ফুলছড়া গারো লাইনে উদযাপিত হবার কথা রয়েছে।
এতে মৌলভীবাজার-হবিগঞ্জ জেলার কয়েক হাজার মান্দি-গারো জনগোষ্ঠীর লোকজন অংশ গ্রহণ করবে
বলে জানা যায়।
ওয়ানগালার জন্য পারিবারিক অনুদান ২ শত টাকা,
পর্বকর্তা ৩ শত টাকা, খ্রীষ্টযোগ উদ্দেশ্য ২ শত টাকা,
ব্যক্তিগত সেচ্ছাদান ও মান্ডলিক অনুদান (ব্যক্তিনির্ভর)
বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি অফিস ও বিভিন্ন এনজিও অফিসের অনুদান গ্রহণ করা হবে জানানো হয়।
সভায় কয়েকটি উপ কমিটি করা হয় এরমধ্যে অর্থ কমিটিতে রয়েছেন,ফাদার কেবিন কুবি (আহ্বায়ক)
সামুয়েল যোসেফ হাজং (সদস্য সচিব), ব্রায়ান দাড়িং সদস্য অনুভা তজু, সৌরভ নকরেক।
উপাসনা কমিটিতে রয়েছেন,ফাদার কেবিন কুবি (আহ্বায়ক), সিস্টার বীনিতা চিসিম (সদস্য সচিব)।
সাংস্কৃতিক কমিটিতে ফাদার মৃনাল ম্রং (আহ্বায়ক)
আশিষ দিও (সদস্য সচিব),সদস্য মুক্তা হাজং
মৌসুমি আরেং,পিংকি হাজং,সঙ্গিতা চাম্বুগং।
খাদ্য কমিটিতে ফাদার কেবিন কুবি (আহবায়ক)
পার্থ হাজং (সদস্য সচিব), সদস্য সামুয়েল হাজং ।
অভ্যার্থনা ও যোগাযোগ কমিটিতে,পার্থ হাজং (আহ্বায়ক)
শ্মরন সিং রিছিল (সদস্য সচিব) সামুয়েল হাজং।
আবাসন ও নিরাপত্তা কমিটিতে অাছেন, মেরু হাগিদক (আহ্বায়ক), ইউলিস চিসিম (সচিব) সদস্য স্থানীয় সমাজ
স্বাস্থ্য কমিটিতে রয়েছেন সিস্টার ডোরা, এসএমআরএ।
আগামি ১৮ ই সেপ্টেম্বর এ বিষয়ে পরবর্তী সভা হবে বলে জানা যায়।