
আলমগীর হুসাইন, যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রে বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের চিন্তা-ভাবনা করা হচ্ছে। আগামী নভেম্বরের শুরু থেকে বিদেশি দর্শনার্থীদের জন্য ভ্রমণ গাইডলাইন সহজ করা হতে পারে। তবে ভ্রমণকারীরদের অবশ্যই পূর্ণ ডোজ টিকা গ্রহণ করেই যুক্তরাষ্ট্রে আসতে হবে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রেও একই নির্দেশনা থাকবে।
স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) সকালে হোয়াইট হাউসের কোভিড-১৯ বিষয়ক সমন্বয়কারী জেফ জিয়েন্টস এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
জেফ জিয়েন্টস এর বরাত দিয়ে সিএনএন জানায়, নভেম্বরের শুরু থেকে বিদেশিদের যুক্তরাষ্ট্রে আসার প্রক্রিয়া সহজ করার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে কেউ যুক্তরাষ্ট্রে আসতে চাইলে অবশ্যই পূর্ণ ডোজ টিকা নিয়েই তাকে আসতে হবে। যারা এখানে (যুক্তরাষ্ট্র) আসতে চান, তাদেরকে অবশ্যই টিকাগ্রহণের প্রমাণ বিমানবন্দরে দেখাতে হবে।’
বিদেশি ভ্রমণকারীদের জন্য টিকাগ্রহণ বাধ্যতামূলক করার পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেনে প্রশাসন তিনটি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান জেফ জিয়েন্টস। সেগুলো হলো- করোনা পরীক্ষা নিশ্চিত করা, ভ্রমণকারীদের কন্ট্রাক্ট ট্রেসিং বা সংস্পর্শে আসাদের চিহ্নিত করে তাদেরও টেস্ট করানো এবং বাইরে সার্বক্ষণিক মাস্ক পরতে উৎসাহিত করা।’
তিনি জানান, করোনা পরিস্থিতি কমলেও যুক্তরাষ্ট্র ‘ভ্রমণ গাইডলাইন’ রেখেই বিদেশি দর্শনার্থীদের সেখানে যাওয়ার সুযোগ দিতে চায়। এ জন্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সিডিসি) একটি ‘কন্ট্রাক্ট ট্রেসিং অর্ডার’জারি করবে। সেটা প্রস্তুতের কাজ চলছে।
এদিকে সিডিসির ওই নির্দেশনা অনুযায়ী, কেউ যুক্তরাষ্ট্র ভ্রমণে গেলে বিমানবন্দরে তার ফোন নম্বর ও ইমেইলসহ প্রাথমিক তথ্য নেবে যুক্তরাষ্ট্রের বিমান কর্তৃপক্ষ। এটি সিডিসি ও বিভিন্ন অঙ্গরাজ্যের সংশ্লিষ্ট দফতর এবং জনস্বাস্থ্য কর্মকর্তাদের কাছেও থাকবে। অন্তত ৩০ দিন সংশ্লিষ্ট দফতরগুলো ভ্রমণকারীদের পর্যবেক্ষণে রাখবে। তারা ভ্রমণকারী এবং তার সংস্পর্শে আসাদের অনুসরণ ও খোঁজখবর রাখবে। কারও যদি কোভিডের উপসর্গ দেখা দেয় বা যেকোনো কারণে অসুস্থ হয়ে পড়ে, তবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ব্রিফিংয়ে মাস্ক পরিধান প্রসঙ্গে জিয়েন্টস প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘বিমানের যাত্রী ও ক্রুদের মাস্ক পরিধান বাধ্যতামূলক থাকবে। যারা মাস্ক পরবেন না, তাদের জরিমানা বাড়িয়ে দ্বিগুণ করা হবে।’
এদিকে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিলে হোয়াইট হাউসের এমন পরিকল্পনার খবরে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীরা উচ্ছ্বসিত। খুশি দেশের পর্যটনশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনও। বিশেষ করে যারা করোনা মহামারির কারণে দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে বিরত রয়েছেন। দেশটির বিমান সংস্থা এবং ব্যবসায়ীরাও এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।