
“বিবেক”
“সৈয়দা সুলতানা রুমা”
ফুলের মতো নিষ্পাপ
কেউ তো মোরা নই,
পাখির মতো মিষ্টি সুরে
কে বা কথা কই।
বলছি তো কথা
যেনো সবই কৃত্রিমতা
আজব সব ফ্যাশনে,
মুগ্ধতা নেই তাতে
দূষণ ঢোকে মাথাতে,
থাকি সেই ভালো
নিজনিজ ধ্যানে।
নেই কোনো সম্মান
কারো প্রতি টান,
চলছি সবাই বে হিসেবী
নিজগড়া সব নিয়মে,
যে যখন যেখানে
বিনোদন আছে ফোনে,
নেই ভেদাভেদ ছোট-বড়
একজোটে অনলাইনে।
সরলতা নেই মনে
ঘুরপ্যাঁচ সবখানে
থাকে মুখশ্রীর আড়ালে,
পরা সমুচিত মুখোশ
স্বার্থে সবাই চৌকস
দেখি চক্ষু বাড়ালে।
বৃষ্টির মতো নির্মলতা
নেই ভালোবাসাতে,
ছলনায় ভরা প্রেম
নিজ কর্মে ফাঁসাতে।
খেলা শেষে ভদ্র বেশে
ভাঙে তাসের ঘর,
কার জালে খাইছে ধরা
বুঝে অনেক পর।
হৃদয় আছে সবার
কয়জন হয় উদার
দেশটা ভরা জুলুমে,
ভরায় নিজের থলে
অন্যরা যাক জলে
দেশপ্রেম শুধু স্বপনে।
সমালোচনা,গীবতে
স্বস্তি যেন তোষামোদে,
ভক্তি নেই আচরণে
বিদ্বেষ আছে মনেপ্রাণে।
এ যুগের হালচালে
মানবতা বেড়াজালে,
বিলাসিতা হাওয়ায় উড়ে
বিবেক যেন রসাতলে।
ভালো-মন্দ সর্বমূলে
মানুষ কেমন কর্ম বলে, বিবেক-বুদ্ধি বর্ম হলে