ফেনী চট্টগ্রাম বিভাগে থাকতে চায়

No description available.

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনীকে চট্টগ্রাম বিভাগের সঙ্গে রাখতে যেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন, এই দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করছে ফেনীর অধিবাসী জনগণ। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৩১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ফেনীর নাগরিক নেতৃবৃন্দের সভায় এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী। ফেনী থাকতে চায় চট্টগ্রাম বিভাগে, দাবি বাস্তবায়নে কমিটি।

আহবায়ক কমিটি নাগরিক নেতৃবৃন্দের মতামতের সমন্বয়, প্রতিফলন ও বাস্তবায়নে কাজ করবে। ফেনীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরকে আহ্বায়ক, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুর হোসেনকে যুগ্ম আহ্বায়ক, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারীকে সদস্যসচিব করা হয়েছে।

আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে আছেন- পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বিএমএ সভাপতি শাহেদুল ইসলাম কাওছার, চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবীর, ব্যবসায়ী নেতা ইকবাল আলম, পরিবহন নেতা জাফর উদ্দিন, আজম চৌধুরী, হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের হারুন অর রশিদ, সাংবাদিক আসাদুজ্জমান দারা, রফিকুল ইসলাম, আরিফুল আমিন রিজভী, আতিয়ার সজল, আরিফুর রহমান, শেখ ফরিদ আত্তার ও সোলায়মান হাজারী ডালিম, মঞ্জিলা আক্তার মিমি প্রমুখ।

SHARE THIS ARTICLE