প্রিন্স চার্লস ও বরিস জনসনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গ্লাসগোয় বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রিন্স চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার ব্যস্ত কর্মসূচির মধ্যে দুজনের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক হয় বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস জানিয়েছে।

প্রিন্স চার্লসের সঙ্গে বৈঠক নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, “উভয়ের আলোচনায় দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু স্থান পায়।”

বৈঠকে চার্লসের সঙ্গে এইচএসবিসিসহ চারটি প্রধান ব্যাংকের প্রতিনিধিরা ছিলেন।

প্রিন্স অফ ওয়েলস চার্লস জলবায়ু ক্ষতি কাটাতে বেসরকারি খাতের যুক্ত করার বিষয়ে কথা বলেন বলে মোমেন জানান।

পরে স্কটিশ এক্সিবিশন সেন্টারের ইউকে মিটিং রুমে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়।

SHARE THIS ARTICLE