আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ ক্রিপ্টোকারেন্সির অস্থির প্রকৃতির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে নতুন সমস্যা। প্রতারকরা এখন গ্রাহকদের ওয়ালেটের প্রশংসাপত্র চুরি করার জন্য একটি নতুন কৌশল আবিষ্কার করেছে।
চেক পয়েন্ট রিসার্চ (সিপিআর) অনুসারে প্রতারকরা ফ্যান্টম এবং মেটামাস্কের মতো বিশিষ্ট ক্রিপ্টো ওয়ালেট এবং প্ল্যাটফর্মগুলির প্রতিলিপি তৈরি করেছে। গ্রাহকরা যখন এই বিজ্ঞাপনটিতে ক্লিক করেন, তখন তাদের এমন একটি ওয়েবসাইটে পুনঃনির্দেশিত করা হয় যা নকল এবং তাদের ওয়ালেটের লগইন তথ্য চুরি করা হয়।
সিপিআর অনুসারে, এর ফলে সপ্তাহান্তে ৫ লাখ ডলারের বেশি ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছে। ১১টি হ্যাকড ওয়ালেট শনাক্ত করা হয়েছে যার পরিমাণ ১,০০০ থেকে ১০,০০০ ডলার পর্যন্ত রয়েছে। প্রতারকরা চিহ্নিত হবার আগেই কিছু নগদ বের করে নিতে সক্ষম হয়।
সিপিআর এর পণ্য দুর্বলতা গবেষণা প্রধান ওডেড ভানুনু জানিয়েছেন, তারা অনুমান করছেন যে গত সপ্তাহান্তে ৫ লাখ ডলার মূল্যের ক্রিপ্টো চুরি হয়েছে। তারা বিশ্বাস করেন যে এটি একটি নতুন সাইবার অপরাধ, যেখানে প্রতারকরা ক্রিপ্টো ওয়ালেটে পৌঁছানোর জন্য প্রাথমিক আক্রমণ ভেক্টর হিসাবে বহুল ব্যাবহার হওয়া ইমেইল এর পরিবরতে গুগল সার্চ ব্যবহার করবে।
এই প্রতারনা সাইবার অপরাধের ক্ষেত্রে দ্রুত আরও বড় হবে বলে মনে করা হচ্ছে। ক্রিপ্টো যারা ব্যাবহার করেন তারা যে ইউআরএলগুলোতে ক্লিক করছেন তা বার বার চেক করতে হবে এবং এই সময়ে ক্রিপ্টো ওয়ালেট সম্পর্কিত গুগল বিজ্ঞাপনগুলিতে ক্লিক করা বন্ধ করতে হবে।