ইউরোপের অন্যান্য দেশের মত আয়ারল্যান্ডে বাড়ছে কোভিড সংক্রমণ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বিগত ২৪ ঘণ্টায় নূতন করে ৫,৬৩৫ জন রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৬৮৪ জন, গতকালের চেয়ে ১৬ জন বেশী আর আই সি ইউ তে আছেন ১২৬ জন, এর আগের ২৪ ঘণ্টার চেয়ে ১ জন বেশী।  

ইউরোপের অন্যান্য স্থানের মত আয়ারল্যান্ডে সংক্রমণ প্রতিদিন বাড়ছে। আমরা জানি প্রতি ১০০০ জন নূতন সংক্রমিত হলে ২০-২৫ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন আর ২-৩জন আই সি ইউতে ভর্তি হচ্ছেন। আমরা এও জানি যে বিগত জুন মাস থেকে কোভিড আক্রান্ত হয়ে যারা আই সি ইউতে ভর্তি হয়েছেন তাদের প্রতি চারজনে একজন মৃত্যুবরণ করেছেন। Cases in Ireland - Health Protection Surveillance Centre

চিফ মেডিকেল অফিসার, ডাঃ টনি হোলোহান, আজ সন্ধ্যায় বলেছেন "কোভিড সংক্রমণ ক্রমাগত বাড়ছে, তবে পরিসংখ্যানে দেখা গেছে যে, এ পর্য্যন্ত  ৫৭% মানুষ ক্রিসমাসের সময় তাদের সমাবেশের সংখ্যা কমিয়েছেন আর ৪৫% তাদের পরিকল্পনা বাতিল করেছেন। এই পরিসংখ্যান যথেষ্ট ইতিবাচক। বোঝা যাচ্ছে যে, মানুষ তাদের সংক্রমণের ঝুঁকি কমাতে একটি সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করছে। আমরা যদি এই প্রক্রিয়া চালিয়ে যেতে পারি তাহলে এটি রোগ সংক্রমণে ইতিবাচক প্রভাব ফেলবে"। 

এদিকে ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ বৃদ্ধির কারণে গতকাল থেকে নূতন করে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে এবং এসকল নিয়ন্ত্রনের বিপক্ষে সমাবেশ অব্যাহত আছে। অস্ট্রিয়াতে লক ডাউন এবং টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে সমাবেশ হিংস্রতার পর্য্যায়ে চলে যাওয়ার ফলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। হল্যান্ডে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে গুলী ছুড়তে হয়েছে। রোম এবং প্রাগেও বিক্ষোভ হয়েছে। রোমানিয়া, বুলগেরিয়া এবং ইউক্রেনে সংক্রমণ বাড়ছে এবং এই সকল দেশে টিকাগ্রহণকারীর সংখ্যাও কম। জার্মানীতে আবারো নূতন করে সংক্রমণের রেকর্ড হয়েছে। 

SHARE THIS ARTICLE