আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দক্ষিণ আফ্রিকায় প্রায় তিন সপ্তাহ আগে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন, দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই নতুন শনাক্তের খবর এলেও আজই প্রথম অমিক্রনে একজনের মৃত্যু নথিভুক্ত করেছে। এই প্রাণহানি ঘটেছে যুক্তরাজ্যে। এই মৃত্যুর মধ্য দিয়ে অমিক্রনে প্রথম মৃত্যু দেখল বিশ্ব।
গতকাল সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই ভ্যারিয়েন্টে দেশটিতে প্রথম একজন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। পশ্চিম লন্ডনের প্যাডিংটনের কাছে একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেছেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
এর আগে, সোমবার সকালের দিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানান, ইংল্যান্ডে প্রায় ১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সাজিদ জাভিদ বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লন্ডন নগরীতে ওমিক্রনের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়ে সবচেয়ে প্রধান ভ্যারিয়েন্ট হবে বলে তিনি মনে করছেন। সাজেদ বলেন, অমিক্রনের সংক্রমণ বাড়ছে অতীব দ্রুততার সাথে।
যুক্তরাজ্যে প্রথম অমিক্রন সনাক্ত হয় ২৭শে নভেম্বর। দুই সপ্তাহের মাথায় ইংল্যান্ডে কোভিড শনাক্তের ২১% অমিক্রনে আক্রান্ত হচ্ছেন কিন্তু লন্ডন নগরীতে দ্রুত সংক্রমণ বেড়ে ইতিমধ্যে ৪০% দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে আগামী ৪৮ ঘণ্টায় বেশীরভাগ ওমিক্রনে আক্রান্ত হবেন। ইতিমধ্যে ব্রিটেনে বুস্টার ডোজ টিকা দেয়ার উপর গুরুত্ব আরোপ করেছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিধিনিষেধ পুনরায় আরোপিত হয়েছে।
এদিকে আয়ারল্যান্ডে গতকাল বুস্টার ডোজের মেয়াদ কমিয়ে এনে তিন মাস করা হয়েছে অর্থাৎ যারা কোভিডের টিকার দ্বিতীয় ডোজ ৩ মাস আগে পেয়েছেন তাদেরকেও তৃতীয় বুস্টার ডোজ প্রদান করা হবে। ইতিমধ্যে আয়ারল্যান্ডে ১২ লক্ষ বুস্টার টিকা প্রদান সম্পন্ন হয়েছে আর ক্রিসমাসের আগেই আরও ১৫ লক্ষ বুস্টার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। গতকাল একদিনে নূতন আক্রান্তের সংখ্যা ছিল ৪,৬৮৮ জন, হাসপাতালে ভর্তি ১৯জন বেড়ে আজ আছেন ৫১৮ জন আর আই সি ইউতে ভর্তি আছেন ১০৮ জন।
এদিকে গতকাল চিনের উত্তরদিকের তিয়ানজিং শহরে প্রথম একজনের অমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে। পূর্ব দিকের জিজিয়াং প্রদেশে গতসপ্তাহে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ার সংবাদ পরিবেশিত হয়।
নরওয়েতে সংক্রমন বেড়ে যাওয়ার কারণে নূতন করে বিধি নিষেধ আরোপিত হচ্ছে।
তথ্যসূত্র: দা গার্ডিয়ান, আর টি ই, সিএনবিসি ও ওয়াশিংটন পোস্ট।