যুক্তরাজ্যে কোভিড সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ২০২০ সালের প্রথম দিক থেকে শুরু হওয়া করোনা মহামারির সংক্রমণে বিপর্য্যস্ত বিশ্বে বারে বারে আসছে সংক্রমণের নূতন নূতন তরংগ। মহামারী শুরুর পর থেকে যুক্তরাজ্যে গতকাল একদিনে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন। গতকাল দেশটিতে নতুন করে ৭৮ হাজার ৬১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আগামী কয়েকদিনে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্যের স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৬৮ হাজার ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। গতকালের সংখ্যা অতীতের সকল রেকর্ড অতিক্রম করলো। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ১০ লাখের বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যের সর্বমোট জনসংখ্যা ৬ কোটী ৭০ লক্ষ।

করোনার অতিসংক্রামক ধরন অমিক্রন শনাক্তের পর তা সমগ্র যুক্তরাজ্যে ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ১০ হাজার জনের বেশি মানুষের শরীরে অমিক্রনের উপস্থিতি মিলেছে। অমিক্রনে আক্রান্ত হয়ে কমপক্ষে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মারা গেছেন একজন।

প্রধানমন্ত্রী বরিস জনসন এর মধ্যেই দেশটিতে করোনার নতুন ঢেউ আঘাত হানতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন। তবে সংক্রমণ মোকাবিলায় নতুন করে বিধিনিষেধ জারির পক্ষে নন যুক্তরাজ্যের ১০০ জনের বেশি আইনপ্রণেতা। গত মঙ্গলবার এক ভোটাভুটিতে তাঁরা বিধিনিষেধের বিপক্ষে অবস্থান নেন।

এদিকে মহামারি শুরুর পর থেকে অমিক্রন যুক্তরাজ্যের জন্য ‘সবচেয়ে উল্লেখযোগ্য হুমকি’ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান নির্বাহী জেনি হ্যরিস। তিনি বলেন, করোনার আগের ধরনগুলোর সঙ্গে তুলনা করলে আগামী কয়েকদিনে সংক্রমণের হার হতবাক করে দেওয়ার মতো হতে পারে বলে প্রাপ্ত হিসাবনিকাশগুলো ইঙ্গিত দিচ্ছে।

অনেকের ধারনা যদি দ্রুত পদক্ষেপ না নেয়া হয় তাহলে প্রতিদিন সংক্রমণের এই সংখ্যা সহসা ১ লক্ষ অতিক্রম করে যাবে। তবে সংক্রমণের এই সংখ্যা বৃদ্ধি হাসপাতালে এবং আই সি ইউ তে কতটুকু চাপ সৃষ্টি করবে সেটা এখনো নিশ্চিত নয়।

তথ্যসূত্রঃ আল জাজিরা, দা গার্ডিয়ান

SHARE THIS ARTICLE