এক মিনিটে ৭১টি কয়েন সাজিয়ে টাওয়ার বানিয়ে গিনেস বুকে নাম লেখালেন বরিশালের নিপা

আইরিশ বাংলপোষ্ট ডেস্কঃ বরিশালের মেয়ে নুসরাত জাহান নিপা নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড বুকে। তাও আবার একের ওপরে এক করে মাত্র এক মিনিটে ৭১টি কয়েন সাজিয়ে টাওয়ার বানিয়ে এই রেকর্ড গড়েছে সে। নিপা বিশেষ এই পারফরম্যান্সের ইতালীয় এক যুবকের রেকর্ড ভেঙে নিজের অবস্থান সৃষ্টি করেছেন। ইতিমধ্যে তার এই সাফল্যের সনদ গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষ তার হাতে পৌঁছে দিয়েছেন। নতুন এই রেকর্ড সৃষ্টিতে আনন্দের জোয়ার বইছে নিপার পরিবারে এবং বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের মধ্যে।

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর শেষ করা নিপা নগরীর দক্ষিণ সাগরদী এলাকায় আব্দুর রশিদ ও মোসাম্মৎ পারভীনের মেয়ে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত নিপা অনলাইনের একটি প্ল্যাটফর্মে স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত রয়েছেন।

kalerkanthoনুসরাত জাহান নিপা বলেন, ২০২০ সালের মার্চ থেকে শুরু হওয়া লকডাউনে সবাই প্রায় গৃহবন্দি থাকা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় নানা আইডিয়া খুঁজতাম। একদিন কয়েন দিয়ে টাওয়ার বানিয়ে ইতালির সিলভিও সাবা গিনেস ওয়ার্ল্ড বুকে স্থান করে নেওয়ার বিষয়টি নজরে আসে। এই ক্যাটাগরিতে এক মিনিটে ৬৯টি কয়েন স্তুপ করে টাওয়ার বানিয়ে ওই ক্যাটাগরিতে সর্বশেষ রেকর্ডধারী ছিলেন।

এর পর তার রেকর্ড ভাঙতে বাসায় অনুশীলন শুরু করি। ইতালির সিলভিও সাবার ছয় বছর পর সে রেকর্ড ভাঙতে পেরেছি। আমি এক মিনিটে ৭১টি কয়েন সাজিয়ে টাওয়ার বানিয়েছি। বিষয়টি জানিয়ে এ বছরের আগস্টে গিনেস ওয়ার্ল্ড বুক কর্তৃপক্ষের কাছে আবেদন করি। 

এ সময়ে গিনেস কর্তৃপক্ষ একটি কয়েন চার গ্রামের বেশি হতে পারবে নাসহ বেশ কিছু শর্ত প্রদান করেন। সেগুলো পূরন করে ২৪ নভেম্বর ভিডিও বানিয়ে তাদের কাছে পাঠিয়ে দেই। ৩০ নভেম্বর মেইলে গিনেজ কর্তৃপক্ষ আগের রেকর্ড ভেঙে আমার রেকর্ড গিনেস ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে বলে জানায়। তারই ধারাবাহিকতায় ২১ ডিসেম্বর মঙ্গলবার রেকর্ড ভঙ্গের গিনেস কর্তৃপক্ষের স্বীকৃতি সনদ হাতে পাই। কয়েন সংগ্রহ এবং ভিডিও তৈরিসহ পুরো কাজে তার স্বামী কাজী সামসুজ্জামান সহায়তা করেছেন বলে তিনি জানান।

নিপার স্বামী ব্যাংক কর্মকর্তা কাজী শামসুজ্জামান মন্টি বলেন, মহামারির সময় নিপা আমাকে কিছু কয়েন এনে দিতে বলে। তাকে আমি পাঁচ টাকায় কয়েন দিই। এতে কাজ হচ্ছিল না। পরে এক টাকার কয়েন দিয়ে টাওয়ার বানানোর চেষ্টা করে। অবশেষে সে সফল হয়েছে।

নিপার বাবা দেওয়ান আব্দুর রশিদ নিলু জানান, বাংলাদেশের একমাত্র নারী হিসেবে বিশ্ব রেকর্ড করছে নিপা। এটা আমাদের পরিবার পরিজনের জন্য যেমন গর্বের বিষয়। তেমনি করে বাংলাদেশের সম্মান ও গর্বের বিষয়। সবার কাছে ওর জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।  নিপাই একমাত্র নারী যে এই ইভেন্টে সর্বশেষ ইতালির এক ব্যক্তি মিনিটে ৬৯টি কয়েন তৈরি করা টাওয়ারে রেকর্ড ভঙ্গ করে মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি বানিয়েছে।

বরিশালে মেয়ে নিপার অর্জনকে সুবাদ জানিয়ে বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক আনিচুর রহমান খান স্বপন বলেন, গিনেস ওয়ার্ল্ড বুকের একটি রেকর্ড ভঙ্গ করে নিপার নতুন রেকর্ড করা শুধু তার একই অর্জন নয়। এটি সমগ্র বাংলাদেশের একটি অর্জন। গিনেস ওয়ার্ল্ড বুকের রেকর্ড ভেঙে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে এদেশের ছেলে-মেয়েরা। দেশের জন্য এই ধরনের সম্মান যাতে আরো বেশি অর্জন হয় সে জন্য সরকারের পক্ষ থেকে উৎসাহ যোগানো উচিৎ বলে মনে করি। তাহলে এ যুগের ছেলে-মেয়েরা গিনেস ওয়ার্ল্ড বুকের স্থান করে নেওয়ার জন্য আগ্রহী হবে।

SHARE THIS ARTICLE