সৌদিতে উচ্চ গতির ট্রেন ‌‘হারামাইন’ চালাবে নারীরা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সৌদি কিংডমে খুব শিগগির উচ্চগতির বুলেট ট্রেন ‘হারামাইন এক্সপ্রেস’ চলাতে যাচ্ছে সৌদি নারীরা। পবিত্র শগর মক্কা এবং মদিনা শরীফের মধ্যে চলবে এ ট্রেন। এই হারামাইন ট্রেন বছরে ৬ কোটি যাত্রী পরিহন করবে।

Ticket to ride as Saudi women prepare to drive high-speed Haramain train -  Globetelegraph

সৌদি রেলওয়ে পলিটেকনিক রবিবার সৌদি নারীদের হারামাইন ট্রেন চালানোর প্রশিক্ষণের জন্য রেজেস্ট্রেশন চালু করেছে। এর আগে প্রোগ্রামে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষদের সাথে সহযোগী হিসেবে এক সাথে কাজ করবে।

উচ্চ গতির ট্রেন সার্ভিস উদ্বোধন করল সৌদি আরব

সৌদি পলিটেকনিকের ওয়েবসাইটে বলা হয়েছে, আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনকারীদের এক বছর ধরে প্রশিক্ষণ দেয়া হবে। উচ্চ গতির ট্রেন পরিচালনাকারী কোম্পানি রেনফি কেএসএ থেকে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শুরু হবে জেদ্দায় ১৫ ফেব্রুয়ারি থেকে।

এসআরপি মহাব্যবস্থাপক আব্দুল আজিজ আল-সুগাইর বলেন, হারামাইন সার্ভিসে দক্ষ চালকের চাহিদা সৌদি নারীরা অনেকাংশে পূরন করবে।

How Our Former Beijing Bureau Chief Found Himself on a Bullet Train in Saudi  Arabia - The New York Times

প্রশিক্ষণ চলাকালে প্রশক্ষণার্থীরা মাসে ৪ হাজার সৌদি রিয়েল পাবে। এছাড়াও সোশ্যাল ইন্সুরেন্স বীমায় প্রশিক্ষণের অধীনে কর্মচারী নামে নিবন্ধন করা হবে। গ্রাজুয়েট হওয়ার পর মাসিক বেতন ৮ হাজার সৌদি রিয়েল করে দেওয়া হবে।

SHARE THIS ARTICLE