
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে মাদক কেনার জন্য ২০০ টাকা চেয়ে না পেয়ে মা আমেনা আক্তারকে (৫৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে মাদকাসক্ত ছেলে নুর করিম ওরফে রাসেলের (২৮) বিরুদ্ধে।
গতকাল রোববার দুপুরে উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া গ্রামের পূর্ব বড়ধলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা নুর করিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
আমেনা আক্তারের ভাই আবদুল হাদি ও স্থানীয়রা জানান, স্বামী মারা যাওয়ার পর থেকে আমেনা আক্তার ২ ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। মাদকাসক্ত ছেলে নুর করিম তাকে টাকার জন্য প্রায়ই মারধর করতেন। রোববার দুপুরে নুর করিম মায়ের কাছে মাদক কেনার জন্য ২০০ টাকা চান। টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণ পর আবারও বাড়িতে গিয়ে মায়ের কাছে টাকা চান তিনি। মা টাকা নেই বললে নুর করিম তাকে ধাক্কা দিয়ে মাকে মাটিতে ফেলে দিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় আমেনা আক্তারের ভাই আবদুল হাদি বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নুর করিমকে আটক করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত দা জব্দ করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’