জাতীয়পার্টি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কাউকে সমর্থন দেয়নি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয়নি। অন্য কোনো প্রার্থীকেও দলটির পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়নি। 

সোমবার সন্ধ্যায় জাপার যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নির্বাচনে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মী-স্থানীয় প্রতিনিধিদের কোনো প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন না দেওয়ার জন্য পার্টির চেয়ারম্যান কর্তৃক আদিষ্ট হয়ে ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা অনুরোধ জানিয়েছেন। 

যদি কোনো নেতাকর্মী কোনো প্রার্থীর পক্ষে এ নির্বাচনে অংশগ্রহণ করেন, অবিলম্বে তাদের নিস্ক্রিয় হওয়ার অনুরোধ করা হলো। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

SHARE THIS ARTICLE