মাটির প্রয়োজন ফুরোবেনা কোনোদিন

সাজেদুল চৌধুরী রুবেল

মাটির মানুষ আমরা একদিন মাটিতেই যাবো মিশে
তবু আমরা চষে বেড়াই এই মাটিকেই পিষে
আসল ঠেলে নকল নিয়ে করি সবাই বড়াই
ভুলে যাই স্থায়ী নিবাস সাড়ে তিন হাত ঠাঁই

উঁচু নীচুর জিকির তুলে রচি ভেদাভেদ
মিথ্যে দিয়ে নিত্য করি সত্যের শিরোচ্ছেদ
তবু সত্য হয় না বিলীন ঠিক দাড়িয়ে থাকে
দেখার জন্য দৃষ্টি চাই অন্তর্দৃষ্টি বলে যাকে

দুদিনের এ খেলা ঘরে সবাই মুসাফির
মৃত্যুটাকে রুখে দাঁড়ায় কে এমন বীর!
সব প্রয়োজন ফুরিয়ে যাবে ফুরোবেনা প্রয়োজন মাটির
মাটির মতো হলেই মানুষ খূঁজে পাবে পথ শান্তির।

লিমরিক
৩১ মে ২০২০

SHARE THIS ARTICLE