ভূমধ্যসাগরে প্রায় ডুবন্ত নৌকা থেকে ৩০০’র বেশি অভিবাসী উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ভূমধ্যসাগারের ল্যাম্পেদুসা দ্বীপ থেকে অতিরিক্ত অভিবাসীবোঝাই তিনটি নৌকা থেকে ৩০৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। অতিরিক্ত অভিবাসীর কারণে নৌকাগুলো  দুর্দশায় পড়ে।

ছোট ছোট নৌকায় করে ইউরোপের দেশগুলোতে প্রবেশে সমুদ্র পথে পাড়ি দিচ্ছিল এসব অভিবাসনপ্রত্যাশী।

এক বিবৃতিতে ইতালির কোস্ট গার্ড এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত অভিবাসী বোঝাই নৌকাটিকে ডুবতে দেখে কোস্ট গার্ড সদস্যরা ইতালি কোস্ট থেকে ২০ মাইল দূরে কোস্ট গার্ডের দুটি বোট অভিবাসীদের উদ্ধার করে। এদের মধ্যে ১৭ জন মহিলা এবং ৬ জন শিশু ছিল।

নৌকাগুলোর আকার ছোট হওয়ায় কারনে এই অপারেশনটি জটিল হয়ে উঠেছিল। অত্যাধিক লোকের কারনে ডুবে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।

ইতালিতে সাম্প্রতিক সময়ে অভিবাসী নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনটি নৌকায় উদ্ধার করা এই অভিবাসীরা বর্তমানে একটি নিরাপদ বন্দরের জন্য অপেক্ষা করছে।

SHARE THIS ARTICLE