জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়ে ৪.৮৫ বিলিয়ন ডলার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ দুরাবস্থা কাটিয়ে পোশাক রপ্তানি ঘুড়ে দাঁড়ানোর কারণে এক বছর আগের তুলনায় ৪১ দশমিক ১৩ শতাংশ বেড়ে জানুয়ারি মাসে বাংলাদেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ডেটা থেকে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

এই ডেটা অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে রপ্তানি আগের বছরের তুলনায় ৩০ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

জুলাই-জানুয়ারি মেয়াদে পোশাক রপ্তানি ৩০ দশমিক ৩ শতাংশ বেড়ে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলার হয়েছে। এরমধ্যে ১৩ দশমিক ২৭ বিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা এক বছরে আগের তুলনায় ৩২ দশমিক ৮৯ শতাংশ বেশি। এ ছাড়া ১০ দশমিক ৭১ বিলিয়ন ডলার এসেছে ওভেন রপ্তানি থেকে, যা আগের বছররে চেয়ে ২৭ দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পশ্চিমা অর্থনীতি করোনা মহামারির দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কারণে বিভিন্ন পণ্যের, বিশেষত পোশাক উপকরণ রপ্তানি বাড়ছে। ফলে প্রায় প্রতি মাসেই রপ্তানি আয়ের নতুন রেকর্ড তৈরি হচ্ছে।

SHARE THIS ARTICLE