ম্যাজিস্ট্রেটকে মারধর করার অভিযোগে বেলজিয়াম প্রবাসীকে আটক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ চট্টগ্রামে এক ম্যাজিস্ট্রেটকে মারধর করার অভিযোগে একজন প্রবাসীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকা থেকে আটক করা হয় তাঁকে।আটক ব্যক্তির নাম রানা মরতুজা। তিনি বেলজিয়াম প্রবাসী। কিছুদিন আগে তিনি দেশে এসেছেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, জিইসি মোড় এলাকায় স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন ওই ম্যাজিস্ট্রেট। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি তাঁদের ধাক্কা দেয়। প্রতিবাদ করে এর কারণ জানতে চান ম্যাজিস্ট্রেট। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে রানা তাঁকে মারধর করতে থাকেন।

এদিকে রানার কিলঘুষিতে ওই ম্যাজিস্ট্রেটের নাক ফেটে যায় বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। তিনি বলেন, আহত ম্যাজিস্ট্রেটকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে আটক করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার নিন্দা জানিয়ে এতে জড়িত অন্যদেরও গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, এ ধরনের ঘটনা খুবই ন্যক্কারজনক। আইনজীবীরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

SHARE THIS ARTICLE