নীলক্ষেতে বইয়ের মার্কেটে ভয়াবহ আগুন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ঢাকার নীলক্ষেতের শাহজালাল মার্কেটের বইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, আমরা সন্ধ্যা ৭ টা ৪৮ মিনিটে নীলক্ষেত বইয়ের দোকানে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট কাজ করছে। আরও তিনটি ঘটনাস্থলে যাচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের কর্মী ও ব্যবসায়ীরা এক হয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

জানা গেছে, আগুনে অনেক বই পুড়ে ছাই হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আগুন থেকে রক্ষা করতে বই নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আগুনে ওই মার্কেটের অনেক দোকানের হাজার হাজার বই পুড়ে ছাই হয়ে গেছে।

নীলক্ষেতে আগুনে পুড়ে যাওয়া বই। ছবি: ডেইলি বাংলাদেশ

আগুন থেকে দোকান বাঁচাতে দোকানিদের ছোটাছুটি করতেও দেখা গেছে। এদিকে ঘটনাস্থলে ভিড় করেছেন প্রচুর উৎসুক মানুষ। পুলিশের পাশপাশি ঘটনাস্থলে হাজির হয়েছে র‌্যাবও।

অগ্নিকাণ্ড শুরুর পর থেকে আগুন একটি নির্দিষ্ট জায়গায় থাকলেও রাত সোয়া ৮টার কিছু পর তা আরও ছড়িয়ে পড়ে। নীলক্ষেত বই মার্কেটের লাভলী হোটেল (২য় তলা) থেকে আগুন ছড়াচ্ছে বলে দেখা গেছে।

মঙ্গলবার নীলক্ষেতের এ মার্কেট বন্ধ থাকলেও ২১ ফেব্রুয়ারিতে গতকাল মার্কেট বন্ধ থাকায় আজ খোলা ছিল। কেউ কেউ বলছেন খাবারের দোকান থেকে আগুনের সূত্রপাত, আবার কেউ কেউ বলছেন বইয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

SHARE THIS ARTICLE