সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের এক জরুরি সভা সোমবার রাত দশ ঘটিকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের হলরুমে অনুষ্ঠিত হয়।আসন্ন গ্রেটার সিলেট এসোসিয়েশনের নির্বাচন তফসিল ঘোষণা, পবিত্র মাহে রমজান এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালন নিয়ে আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এইচ এম দবির তালুকদার এবং সঞ্চালনা করেন বকুল খান।আলোচনায় অংশ নেন ,কমিশনার কামরুজ্জামান সুন্দর ,শাওন আহমেদ ,সাবেক প্রধান উপদেষ্টা আব্দুল মুনতাকিম মুজাক্কির ,সাবেক আহবায়ক ফয়জুর রহমান, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, আব্দুল কাইয়ুম মাসুক ,সাবেক সদস্য সচিব আবু জাফর রাসেল ,মৌলভীবাজার জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন এর সভাপতি আমিনুর রশিদ চৌধুরী রাজু ,সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন ,সিলেট জেলা কমিটির আহবায়ক সেলিম আলম ,সোহেল আহমেদ সমছু ,মনির আহমেদ ,এমদাদ আহমেদ ,মাওলানা মুজিবুর রাহমান,লুৎফুর রাহমান,ফরহাদ আহমেদ ,কাওসার হোসাইন টিপু ,সাইফুল মুন্সি ইকবাল ,হাফিজ মিয়া,আসাদুর রহমান আসাদ ,জেনস সিপার ,হুমায়ুন কবির রিগ্যান, তুহিন আহমদ সহ আরও নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিশনার কামরুজ্জামান সুন্দর এর প্রস্তাবে নির্বাচন কমিশনের মেয়াদ ৩০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে ,পবিত্র মাহে রমজান উপলক্ষে কমিশনের সকল কার্যক্রম স্থগিত থাকবে। তবে প্রার্থীদের প্রচার-প্রচারণায় গণসংযোগ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে অব্যাহত থাকবে। এছাড়াও গ্রেটার সিলেট এসোসিয়েশন ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস আনুষ্ঠানিক ভাবে পালন করবে বলে উপস্থিত সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি হয়।