আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে শিশু তরিকুল ইসলাম (৩) হত্যা মামলায় চাচি আর্জিনা আক্তারকে (৩৩) যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি আর্জিনা আদালতে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ নভেম্বর সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে বাড়ির পাশের জমি থেকে মাওলানা আবু বকরের ছেলে তরিকুল ইসলামের তিন বছর বয়সী শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ২৩ নভেম্বর পরশুরাম মডেল থানায় ওই শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা করেন। ওইদিনই সন্দেহভাজন হিসেবে নিহত শিশুর চাচি আর্জিনা আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত শেষে এসআই রিজাউল জাব্বার ২০২০ সালের ৩ সেপ্টেম্বর আর্জিনাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে গতকাল রায় ঘোষণা করা হয় ।সরকারপক্ষের আইনজীবী (পিপি) হাফেজ আহাম্মদ জানান, জেলা ও দায়রা জজ ড. জেবুন্নেছার আদালতে গতকাল শিশু হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামি আর্জিনা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। আসামি ২০১৯ সালে ২৩ নভেম্বর থেকেই কারাগারে রয়েছেন।