সিদ্দিকুর রাহমান-স্পেন থেকে:২৬ মার্চ বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরবের দিন- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বিশ্বের বুকে বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব ঘোষণা করেছিল বীর বাঙালি। তাই আজ মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় নিয়ে দিবসটি উদ্যাপন করেছে জাতি।
একই সঙ্গে আজ বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করেছে স্বাধীনতার জন্য আত্মদানকারী বীর সন্তানদের, স্বাধীনতার স্থপতি ও বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় নেতাদের, নৃশংস গণহত্যার শিকার লাখো সাধারণ মানুষ ও সম্ভ্রম হারানো মা-বোনদের।
মহান এই স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল ইউরো বাংলা প্রেসক্লাব অনলাইনে এক আলোচনা সভার আয়োজন করে ।
২৬ মার্চ স্বাধীনতা দিবস ৫১তম উদযাপনের প্রথম প্রহরে অনলাইন আলোচনায় স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন ৭১ সালে স্বাধীনতার চেতনা ছিল অসাম্প্রদায়িক চেতনা। স্বাধীনতার মূলমন্ত্র চারটি স্তম্বের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব। দূর্নীতিমুক্ত, শোষনমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই ঐক্যমত পোষন করেন। দলীয় সংর্কীনতা ও অন্ধ আনুগত্য থেকে বেরিয়ে উদার মানসিকতা নিয়ে সত্যিকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারলেই স্বাধীনতার চেতনা বাস্তবায়িত হবে এবং এর ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ আরোহন করবে সাফল্যের চুড়ান্ত শিখরে। ইতিমধ্যে আজ এই শিখরে পৌছার যাত্রা শুরু হয়ে গেছে। ‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন‘ এ সত্যকে উপলদ্ধি করে দেশের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করে যেতে হবে। সকল অন্যায় ও অবিচার কিংবা অমানবিকতা অবসান ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে হলে যার যার অবস্থান থেকে মুক্তির সংগ্রাম চালিয়ে যেতে হবে বক্তারা অভিমত প্রদান করেন।
ইউরো-বাংলা প্রেসক্লাবের সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী মুন্নার পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কলামিস্ট ও আয়ারল্যান্ডের কর্মরত চিকিৎসক ডা. জিন্নুরাইন জায়গীরদার, লন্ডন থেকে সিনিয়র সাংবাদিক নুরে আলম রব্বানী, সাংবাদিক ও লেখক সৈয়দ মুন্তাছির রিমন, সহ-সভাপতি তাজ উদ্দীন (ফ্রান্স), যুগ্ম সাধারণ সম্পাদক এ, কে, আজাদ (আয়ারল্যান্ড), অভিবাসন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রাহমান(স্পেন), মানবাধিকার বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম (ফিনল্যান্ড) ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্সের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, গ্রীসের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমুখ। বক্তারা আরো বলেন আমরা প্রবাসীরা একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামে যেমন অবদান রেখেছি। সেই ধারাবাহিকতায় মুক্তির সংগ্রামে আরো অবদান রাখতে হবে।
যে দিন না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হতে পারতাম না। যাদের আত্নত্যাগ না থাকলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, সেই সব সূর্যসন্তাদের আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্বরণ করে যাব এবং নতুন প্রজন্মকে স্বাধীনতা মমর্থ বুঝাতে যথাযথ পদক্ষেপ হাতে। যেহেতু আমরা সাংবাদিক আমরাই পারব নতুন প্রজন্মকে স্বাধিনতার মমর্থ তুলে ধরতে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার ইতিহাস জাগান দিতে হবে। এছাড়া অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি এ, কে, আজাদ।