আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ফেনীতে দীর্ঘ ১০ বছর পর জেলা জাতীয় পার্টির (জাপা) দ্বি-বার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সম্মেলনকে কেন্দ্র করে জেলা কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।সম্মেলনে যোগ দিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এমপির নেতৃত্বে জাপার ছয়জন সংসদ সদস্যসহ কেন্দ্রীয় প্রায় দুই ডজন নেতা ফেনীতে আসছেন।
দলীয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার (২৯ মার্চ) ফেনীর কিং কমিউনিটি সেন্টারের এ সম্মেলনকে বর্ণিল করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মেলনে দলের সব স্তরের নেতাকর্মীদের পাশাপাশি রেকর্ড সংখ্যক লোকজনের জমায়েতের ওপরও জোর দেওয়া হয়েছে। সম্মেলনকে সফল করতে ইতোমধ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন সফল করতে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
এতে অংশ নেন- জেলা জাপার আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বাবুল, আবু সুফিয়ান, আব্দুল ওয়াদুদ, জহির উদ্দিন মজুমদার ভিপি জহির, অ্যাডভোকেট কাজী রবিউল হক, ফেনী সদর জাপার আহ্বায়ক আজিজুল রসুল মিলন, পৌর জাপার আহ্বায়ক আলম বাঁশি, পশুররাম উপজেলা জাপার সভাপতি রফিকুল ইসলাম, ছাগলনাইয়ার কাজী জাহাঙ্গীর, সোনাগাজী জাপার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য জাফর আহমেদ, জেলা যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ, জাপা নেতা ইয়ামিন হাসান ইমন, জেলা মহিলা পার্টির আহ্বায়ক ফারহানা আইরিন, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক নুর নবী খন্দকার, ফেনী জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক জাহিদুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিনহাজ মোর্শেদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র, বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, জাতীয় পার্টির মহাসচিব ও শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক চুন্নু এমপি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি।
এছাড়া জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, সাইদুর রহমান টেপা, লেয়াকত হোসেন খোকা এমপি এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জেলা জাতীয় যুব সংহতির সভাপতি রেজাউল গনি পলাশ বলেন, দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে যুব সংহতিসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। আশা করি সম্মেলনে নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে ফেনীতে জাতীয় পার্টির সাংগঠনিক আরও গতিশীল হবে।
জেলা জাপার আহ্বায়ক মোতাহের হোসেন চৌধুরী রাশেদ জানান, দীর্ঘ ১০ বছর পর এ সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলন সফল করতে বিভিন্ন উপ-কমিটি গঠনের পাশাপাশি জেলা জাতীয় পার্টির উপদেষ্টা ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর সার্বিক নির্দেশনায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। আশা করি এ সম্মেলনে সব নেতাকর্মীর রেকর্ড সংখ্যক উপস্থিতির মাধ্যমে ফেনীকে জাতীয় পার্টির একটি ঘাঁটিতে পরিণত করার পাশাপাশি সম্মেলনে নেতৃত্বে বিকাশ ঘটবে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের ভাষ্যমতে, বর্তমান সরকার দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে। স্বাধীনতার চেতনাকে ব্যবহার করেই এ চেতনাকে ধ্বংস করছে। দেশের মানুষের স্বপ্ন ছিল দেশের মালিক হবে জনগণ, এখন সেই দেশে জনগণের অবস্থান কোথায়। আওয়ামী লীগ একবার ও বিএনপি চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। দেশ স্বাধীন হলেও বৈষম্য থেকে মুক্তি পায়নি। দেশে দুর্নীতি চরমভাবে বিস্তার করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠেছে। মানুষের আয় কমে যাচ্ছে। বেকার সমস্যা বাড়ছে। গণতন্ত্র না থাকলে দেশে দুর্নীতি হয়।
জাতীয় পার্টি সহিংসতার রাজনীতি করে না জানিয়ে জি এম কাদের বলেন, জনগণের ইচ্ছার ওপর সবকিছু হবে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। জাতীয় পার্টির ওপর মানুষের আশাভরসা বাড়ছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি। দেশের মানুষ তৃতীয় শক্তি খুঁজছে। আর সেটা হবে জাতীয় পার্টি।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির উপদেষ্টা, প্রেসিডিয়াম সদস্য ও ফেনী আসনের সাংসদ লেফট্যানেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আমি মনেপ্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ এমন একটি সরকার চায়, যারা জনগণের কথা বলবে। বর্তমান সরকার মানুষের ওপর নানাভাবে নিষ্পেষণ করছে। সরকারি দলের এমপি-মন্ত্রীরা দুর্নীতিতে লিপ্ত। এভাবে দুর্নীতিতে শাসকেরা জড়িয়ে পড়লে সাধারণ মানুষ যাবে কোথায়?’
স্বাগত বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেন। বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ–ইনু) সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম, সাইদুর রহমান, সাংসদ লেয়াকত হোসেন এবং সংরক্ষিত আসনের সাংসদ ও পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুনসহ কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনের শেষ মুহূর্তে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ফেনী জাতীয় পার্টির আহ্বায়ক মোতাহের হোসেনকে সভাপতি ও জহির উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন। তিনি ১৫ দিনের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।