
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ব্রেক্সিট চুক্তি কার্যকরের পর যুক্তরাজ্য একটি ক্রমশ ক্ষয়িষ্ণু প্রতিভার সাথে লড়াই করছে। অথ্যাৎ কর্মক্ষেত্রে ট্যালেন্ট কর্মীদের অভাব দেখা দিয়েছে। এ সংকট থেকে উত্তরণে একটি নতুন ভিসা প্রোগ্রাম হাতে নিয়েছে বরিস জনসনের সরকার।
যার মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলো থেকে তরুণ মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করা এবং ব্রিটিশ ব্যবসায় তাদের নিযুক্ত করা। ব্রিটেনের নতুন এ ভিসার নাম দেয়া হয়েছে দ্যা ইউকে হাই পটেনশিয়াল ইনডিভিজুয়াল ভিসা।
দ্যা ইউকে হাই পটেনশিয়াল ইনডিভিজুয়াল ভিসা কি?
হাই পটেনশিয়াল ইনডিভিজুয়াল ভিসায় আবেদন শুরু হবে আগামী মে ৩০ তারিখ থেকে। ব্রিটেনকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে যুক্তরাজ্যের বাইরে টপ কোন বিশ্ববিদ্যালয় থেকে বিগত পাঁচ বছরে স্নাতক সম্পন্নকারীদের দেওয়া হবে এ ভিসা। এটি যে কোন জাতীয়তার ১৮ বছরের উর্ধ্বে সকলের জন্য প্রযোজ্য হবে।
এ ভিসায় চাকরির প্রস্তাব না থাকলেও আবেদন করা যাবে, বরং যুক্তরাজ্যে পৌছার পর ভিসাধারীরা চাকরির আবেদন করতে পারবে। এটি সম্ভবত যুক্তরাজ্যের নিয়োগকর্তাদের জন্য যারা স্কলারশিপ ফি প্রদান না করেই এইচপিআই ভিসা ধারীদের নিয়োগ করতে পারবে।
আবেদনকারীদের হোম অফিস গ্লোবাল ইউনিভার্সিটি লিস্টের অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে। অথবা নিচের তিনটি বিশ্ব র্যাংকিং এ যেকোন দুটোয় ৫০ এর মধ্যে থাকতে হবে।
১.Times Higher Education World University Rankings
২.Quacquarelli Symonds World University Rankings
৩.The Academic Ranking of World Universities
আবেদনের যোগ্যতাঃ
যারা উক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিগত পাঁচ বছরে স্নাতক, মাস্টার্স শেষ করেছে এবং অভিবাসন আইন মেনে চলেছে তাদের নিম্নোক্ত শর্তগুলো মেনে এ ভিসায় আবেদন করতে পারবে।
ভাষা দক্ষতা:
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এর জন্য অধিকাংশ লোক ইংরেজিতে কথা বলে এমন দেশ থেকে আসতে হবে অথবা আপনাকে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যা আপনার ইংরেজির ওপর দক্ষতার প্রমাণ দেবে।
আর্থিক শর্তঃ
আপনার কমপক্ষে ১ হাজার ২৭০ ইউরো ক্যাশ থাকতে হবে।
এইচপিআই ভিসায় আপনি কতদিন যুক্তরাজ্যে থাকতে পারবেন?
রিচমন্ড চেম্বার অনুযায়ী, পিএইচডি ডিগ্রিধারীদের জন্য তিন বছর এবং স্নাতক বা মাস্টার্স ডিগ্রিধারীরা দুই বছর থাকতে পারবে। তবে যুক্তরাজ্য সরকার বিবৃতিতে বলেন, এইচপিআই ভিসাধারীদের দির্ঘস্থায়ী কর্মসংস্থানসহ যুক্তরাজ্যে তাদের বসবাসের অনুমতি দেয়া হবে।
এইচপিআই এবং গ্রাজুয়েট ভিসার মধ্যে পার্থক্য কি?
প্রথমটি যুক্তরাজ্যের বাইরে পিএইচডি বা সম্মান বা মাস্টার্স পাস করা নির্দিষ্ট কিছু ব্যাক্তির জন্য প্রযোজ্য। অন্যদিকে দ্বিতীয় ভিসাটি যুক্তরাজ্যের ভেতরে স্নাতক পাশ করা ব্যাক্তিকে আরও দুই বছর যুক্তরাজ্যে থাকার অনুমতি দেয়।