“ডোনাল্ড ট্রাম্প মৃত্যু ঘড়ি” যেন বলে দিচ্ছে করোনা ইস্যুতে ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কথা

এ, কে, আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউ ইয়র্ক শহরের ব্যাস্ততম এলাকা, পর্যটকদের প্রধান আকর্ষন ও নিয়ন বাতিতে উজ্জ্বল টাইমস স্কয়ারে সম্প্রতি “ডোনাল্ড ট্রাম্প ডেথ ক্লক” নামে ৫৬ ফুট উঁচু একটি বিলবোর্ড স্থাপন করেছেন অস্কার মনোনীত সিনেমা নির্মাতা ইউজিন জেরেকি। ইউজিন জেরেকীর এই ডেথ ঘড়ি প্রতিনিয়ত বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দেয় যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৬ই মার্চের পরিবর্তে ৯ই মার্চ অর্থাৎ শুধুমাত্র ৭ দিন আগে কার্য্যকরী পদক্ষেপ গ্রহণ করতেন তাহলে কতটি জীবন রক্ষা করা সম্ভব হতো। ইউজিন জেরেকি এই ঘড়ি সম্পর্কে বলেন,” বৈশ্বিক মহামারিতে নেতৃত্বের ব্যর্থতার কারণে অকারণে যাদের জীবন হারিয়ে গেল তাদের পক্ষ থেকে একটি প্রতীকের প্রয়োজন। যে প্রতীক শুধুমাত্র দায়িত্বের কথা বলেনা, এই প্রতীক সকলকে আরও দায়িত্বশীল এবং দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়” তিনি বলেন “এটা ছিল চরম বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন আচরণ”।

�যুক্তরাষ্ট্রের জাতীয় সংক্রামক ব্যাধি প্রতিষ্ঠানের প্রধান ডঃ এন্থনী ফসাই, বলেন, “২০২০ সালের জানুয়ারি মাসেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কোভিড-১৯ মোকাবেলায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সংক্রমণ রোধের উপদেশ দেয়া হয়েছিলো। কিন্তু এব্যাপারে পদক্ষেপ নিতে যথেষ্ট গড়িমসি করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ১৬ই মার্চ ২০২০ তারিখ পর্য্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোন পদক্ষেপ নিতে অস্বীকার করেছিলেন। এব্যাপারে বিশ্বের প্রথিতযশা মহামারী প্রতিরোধ বিশেষজ্ঞ (ইপিডেমিওলজিস্ট) ব্রিটা জুয়েল এবং নিকোলাস জুয়েলের একটি হিসেব নিউ ইইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত হয়। তাদের হিসেব মতে যদি ১৬ই মার্চের ৭ দিন আগেও মহামারী প্রশমনের পদক্ষেপ নেয়া হত তাহলে অন্তঃ ৬০% মানুষের জীবন রক্ষা করা সম্ভব হত।” যে সমইয়ে এই প্রতিবেদন লিখা হচ্ছে তখন এই ডোনাল্ড ট্রাম্প ডেথ ঘড়ির হিসেব মতে শুধুমাত্র নেতৃত্বের সিদ্ধান্তের ৭ দিন বিলম্বের কারণে ৬৫ হাজার ৬০০ জীবন হারিয়ে যাওয়ার হিসেব দেখাচ্ছিল। যদিও ডোনাল্ড ট্রাম্প এব্যাপারে পদক্ষেপ নিতে দেরী হওয়ার কথা স্বীকার করেন নি বরং এটা তার বিরুদ্ধে নির্বাচনী অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন।

�সূত্রঃ নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক পোস্ট ও ডেথ ক্লক ওয়েব সাইট)

SHARE THIS ARTICLE