টেকনাফ-সেন্ট মার্টিনে পর্যটন মৌসুমেও চলবে না জাহাজ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের কারণে কক্সবাজারের টেকনাফ সীমান্তে প্রায় দুই মাস ধরে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল দুপুরে টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরফানুল হক এ তথ্য জানিয়েছেন। অক্টোবরের শুরুতে জাহাজ চলাচলের কথা ছিল।


ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরফানুল হক বলেন, সংশ্লিষ্টদের নির্দেশেই টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমারের পরিস্থিতির পাশাপাশি নৌপথের কিছু সমস্যার কারণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে টেকনাফের পরিবর্তে কক্সবাজার ও চট্টগ্রাম থেকে পর্যটকবাহী জাহাজ সরাসরি সেন্ট মার্টিনে যাতায়াত করবে।


সাগর উত্তাল থাকার পাশাপাশি কালবৈশাখীর শঙ্কা থাকায় দুর্ঘটনা এড়াতে প্রতি বছর এপ্রিল থেকে টেকনাফ-সেন্ট মার্টিন ও সেন্ট মার্টিন-কক্সবাজার রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু এবার সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি ও নৌপথের সমস্যার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে না বলে জানানো হয়েছে।

SHARE THIS ARTICLE