আমার কালো চোখ

আমার কালো চোখ


– লিপি দেওয়ান

আমার কালো চোখে যখন পৃথিবীর দিকে তাকাই ,
তখন দেখি বিভেদের প্রাচীর ঘেরা
ছোট খন্ড খন্ড জনপদ /
পৃথিবীর অসীমতা হয়েছে বিলীন ;
ধর্মের আপ -সংঘায় ,
বর্ণের বৈষমতায় ,
ধনের অসম বন্টনে //

হতাশা , ক্ষোভ ও ব্যথা নিয়ে তাকিয়ে থাকি
অবাক চোখে ,
এ অসম কঠিন প্রাচীর ঘেরা জনপদে ..
আমার কালো চোখে , দেখি পৃথিবীর কালো রূপ /
হিংস্রতার ঘন মেঘ আছে ছেয়ে
আমাদের সোনালী আকাশ /
সেবন করছি বর্ণবাদের দূষিত বায়ু ,
রুদ্ধ হচ্ছে শ্বাস /
কালো চোখ ঝাপসা হয় হতাশার নোন জলে
তবুও আশা জাগে এ মনে :
জানি একদিন হবে সত্যের জয় /
ভাঙতে হবে অসমতার এ গন্ডি ;
আবার গড়তে হবে প্রাচীর বিহীন অসীম পৃথিবী ;
আমাদের ই এই হাতে /
আমার কালো চোখে তখন ভেসে ওঠে
নেলসন মেন্ডেলা , কবি নজরুল ,
কণ্ঠে জাগে —
” গাহি সাম্যের গান ,
মানুষের চেয়ে বড় কিছু নাই
নহে কিছু মহীয়ান

SHARE THIS ARTICLE