
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
কয়েকটি ছবি প্রকাশ করেছে তারা। একটি ভবন এবং অপর একটি অ্যাপার্টমেন্টের একাংশ ধসে গেছে।
বিস্ফোরণের ঘটনার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে অ্যাপলগ্রীন পেট্রোল স্টেশনের ওপরে অবস্থিত একটি আবাসিক ইউনিটের দেয়াল উড়ে গেছে, ছাদের একাংশ ধসে পড়েছে এবং স্টেশনটির সামনের অংশে একাধিক গাড়ি পার্ক করে রাখা জায়গায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, কোস্টগার্ড এবং উত্তর আয়ারল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি যুক্তরাজ্য পরিচালিত প্রদেশের একটি বিশেষজ্ঞ দলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ‘বিশাল বিস্ফোরণের’ শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ভবনের নিচে লোকজন আটকা পড়েছিলেন। তাদের কেউ কেউ নিজেরাই জরুরি বিভাগের সঙ্গে যোগাযাগ করেন। তিনি আরও জানান, ওই পেট্রোল পাম্পের কাছে গ্রামের একমাত্র সুপারশপ, একটি ডাকঘর ও একটি সেলুন দোকানও রয়েছে। শুক্রবার স্কুল ছুটির পর এলাকাটি বেশ ব্যস্ত থাকে।
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, যারা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা। এক বিবৃতিতে তিনি একে ‘অত্যন্ত বেদনাদায়ক’ পরিস্থিতি বর্ণনা করেছেন। এছাড়া রাতভর কর্মরত জরুরি পরিষেবা সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

আয়ারল্যান্ডের পুলিশ, ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, কোস্ট গার্ড এবং উত্তর আয়ারল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি যুক্তরাজ্য পরিচালিত প্রদেশের একটি বিশেষজ্ঞ দলও উপস্থিত ছিল।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে এখনও আটজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনাকে ট্র্যাজেডি উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছেন আইরিশ প্রধানমন্ত্রী মাইকেন মার্টিন।
কী কারণে বিস্ফোরণ ঘটেছে তার কারণ এখনও উদঘাটন হয়নি।