যাত্রী-চালক কেউ নেই, সেন্ট মার্টিনে ভেসে এলো নৌযান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন সৈকতে একটি বার্জ ভেসে এসেছে। নৌযানটিতে কোনো চালক না থাকলেও কিছু কনটেইনার রয়েছে। গতকাল সোমবার (২৪ অক্টোবর) জাহাজটি সেন্ট মার্টিনসংলগ্ন ছেড়াদ্বীপের তীরে ভিড়লে লোকজন সেটি দেখতে ভিড় করে।  

সেন্ট মার্টিনের বাসিন্দা নুরুল আলম বলেন, ‘সকালে সাগরে ভেসে একটি বড় জাহাজ দ্বীপের দিকে আসতে দেখি।

প্রথমে মনে হয়েছিল লোকবোঝাই কোনো জাহাজ। পরে তীরে পৌঁছলে দেখা যায় সেখানে কোনো মানুষ নেই। মানবহীন একটি জাহাজ দ্বীপে ভিড়লে স্থানীয়দের মাঝে নানা কৌতূহল দেখা দেয়। ’

স্কুলছাত্র আব্দুর রহিম বলে, ‘লোকজন ছাড়া জাহাজটিতে বেশ কিছু কনটেইনার রয়েছে। কনটেইনারে কী আছে জানি না। তবে জাহাজটি এভাবে পড়ে থাকলে স্থানীয় খারাপ লোকদের দ্বারা লুটপাট হতে পারে। এমনিতে মনে হচ্ছে এটি চট্টগ্রাম বন্দরগামী পণ্যবোঝাই বিদেশি জাহাজ। ’

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘নাবিকবিহীন জাহাজ ছেড়াদ্বীপে ভিড়ছে, এমন খবর পেয়েছি। বিষয়টি পুলিশ, কোস্ট গার্ড ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী অবগত রয়েছে। আশা করছি জাহাজটি নিরাপদ থাকবে। ’

SHARE THIS ARTICLE