আগাম নির্বাচনের দাবিতে ইমরান খানের লংমার্চ শুরু

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ শুরু করেছে পাকিস্তানের বিরোধী নেতা ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। দেশটির পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ গিয়ে শেষ হবে এই লংমার্চ।

পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার (২৮ অক্টোবর) জুম’আর নামাজের পর লাহোরের লিবার্টি চক এলাকা থেকে শুরু হয় এই লংমার্চ। যা আগামী ৪ নভেম্বর ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হবে। 

পিটিআইয়ের পক্ষ থেকে এই লংমার্চের নাম দেয়া হয়েছে ‘হকিকি আজাদি মার্চ’ (স্বাধীনতার দাবিতে পদযাত্রা)। গত ২৫ অক্টোবর ৭ দিনের এই লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন পিটিআইয়ের চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান ও দলটির কেন্দ্রীয় পর্যায়ের অধিকাংশ জ্যেষ্ঠ নেতা সারক্ষণ এই লংমার্চের সঙ্গে থাকবেন বলে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে একাধিক দলীয় সূত্র। সেই সঙ্গে আরও জানা গেছে, দলের নেতা-কর্মী-সমর্থকরা যেন কোনো প্রকার সহিংসতা ও সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়ায় যে ব্যাপারে কঠোরভাবে নির্দেশ দিয়েছে পিটিআইয়ের হাইকমান্ড।

ইমরান খানের 'লং মার্চ' ঠেকানোর ঘোষণা

এদিকে লংমার্চ ও রাজধানীতে সমাবেশের জন্য অনেক আগেই পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতৃত্বাধীন জোট সরকারের কাছে অনুমতি চেয়েছিল পিটিআই। কিন্তু সরকার অনুমতি না দেয়ায় সুপ্রিক কোর্টে এ বিষয়ে পিটিআইয়ের পক্ষ থেকে রিট করা হয়েছিল।

চলতি বছরের ১০ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তাঁর স্থলাভিষিক্ত হন পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজ (পিএমএল-এন) দলের নেতা শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই। এর আগে ২৫ মে পিএমএল-এন সরকারের বিরুদ্ধে প্রথম লং মার্চ করে পিটিআই।

SHARE THIS ARTICLE