
মশিউর রহমানঃ গত রবিবার ৩০শে অক্টোবর ২০২২ ইং সন্ধ্যায় লিমেরিক সিটিতে বাংলাদেশী কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েগেল জমকালো অনুষ্ঠান “পিঠা উৎসব ২০২২” এবং একই অনুষ্ঠানে আয়োজন করা হয় “সেরা রাধু্ঁনী ২০২২” এর প্রতিযোগীতা।

যদিও এই প্রতিযোগীতার আয়োজন ছিল শুধুই আনন্দের আর উপভোগের জন্য এবং একই সাথে নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে পরিচয় করিয়ে দেওয়া ছিলো আরও একটি উদ্দেশ্য। । সম্পূর্ণ ব্যাক্তি উদ্দ্যোগে আয়োজিত এই পিঠা উৎসবটি শুরু হয় গতকাল সন্ধ্যা ৬টায় এবং অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত।

সম্পূর্ন অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন লিমেরিকের নারী ব্যাক্তিত্ব মাহীম মান্নান এবং তার সহযোগীতায় ছিলেন লিমেরিকের সকল ভাবী ও আপুরা।

এই পিঠা উৎসব আয়োজন করতে প্রায় ৫৮জন নারীকে একটি অনলাইন গ্রুপে আমন্ত্রন জানানো হয় এবং পরবর্তিতে প্রায় ৩০ জন নারী তাদের পিঠা ও রান্না নিয়ে অনুষ্ঠানের মূলপর্বে যোগ দেন। এই ৩০ জন নারী থেকে ২জনকে সম্মাননা দেওয়া এদের মধে একজন হলেন রাখী হোসেন আর অন্যজন হলেন পলি আক্তার .
