এ, কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা গেছেন বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটি গুজব। তবে মোহাম্মদ নাসিম ‘লাইফ সাপোর্টে’ আছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘নাসিমের স্বাস্থ্য অবস্থা আশঙ্কাজনক। ৮০ থেকে ৯০ পার্সেন্ট রক্ত সঞ্চালন রয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর সংবাদটি গুজব।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম গত আট দিন ধরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হওয়ার পর সেখানেই মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া। এখন পর্যন্ত মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং ডিপ কোমায় রয়েছেন।’