নিউ ইয়র্কে ‘নারী নির্যাতন’ মামলায় গ্রেপ্তার সাংবাদিক ইলিয়াসের জামিন

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন নিরু নিরা নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী। তিনি সঙ্গীত শিল্পী বলে জানা গেছে। ‘শারীরিক নির্যাতন এবং তার মেয়েকে অপহরণের হুমকি’ দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নারী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করার পর জামিন পেয়েছেন ইলিয়াস হোসেন।

দেশে আগে সাংবাদিকতা করা এ ইউটিউবার স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জামিন পান। সোমবার সকালে নর্দার্ন বুলেভার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

গত ২২ অক্টোবর জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় নিরা রাব্বানী (৫৩) নামে বাংলাদেশি এক নারীকে ‘শারীরিক নির্যাতন এবং তার মেয়েকে অপহরণের হুমকি’ দেওয়ার দুটি মামলা করে।

আদালতের কর্মকর্তারা জানিয়েছেন, ইলিয়াসকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজির করা হলে বিচারক আর্ল গর্গন তাকে জামিন দেন। ইলিয়াস কোনো আইনজীবী নিয়োগ করেননি, তার পক্ষে শুনানি করেন পাবলিক ডিফেন্ডার।

জামিন দেওয়ার পর আগামী ১৮ জানুয়ারি ইলিয়াসকে কুইন্স ক্রিমিনাল কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।

নিরাকে মারধর ও মিথ্যা তথ্য সম্বলিত মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগ এনে ১০ লাখ ডলার ক্ষতিপূরণ চেয়ে গত ৩ নভেম্বর ওই মামলা করেছেন নিরা। মামলার পর ইলিয়াস হোসেনের বিরুদ্ধে সমন জারি করে সুপ্রীম কোর্ট স্টেট অব নিউইয়র্ক। যার ইনডেক্স নম্বর ৭২৩৩২৮/২০২২। সমন জারির ২০ দিনের মধ্যে ইলিয়াস হোসেনকে জবাব দিতে বলা হয়েছে

এদিকে ইলিয়াস যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে শোনা গেছে। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো ভাষ্য জানা যায়নি।

ইলিয়াসের বিরুদ্ধে ঢাকার ধানমণ্ডি থানাতেও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা রয়েছে।

SHARE THIS ARTICLE