টিকিটের টাকা ফেরত না দেওয়ায় এয়ার ইন্ডিয়াকে জরিমানা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা মহামারীর সময়ে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের টিকিটের টাকা ফেরত না দেয়ায় এয়ার ইন্ডিয়াকে জরিমানা করলো মার্কিন পরিবহন সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা।

‘ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন’ জানিয়েছে, এয়ার ইন্ডিয়াকে বাতিল হওয়া বিমানের টিকিটের দাম বাবদ ১২ কোটি ১৫ লাখ ডলার এবং জরিমানা হিসেবে দিতে হবে ১৪ লাখ ডলার।

সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, মহামারী চলাকালীন ফ্লাইট বাতিলের ঘটনায় এই জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, ফ্লাইট বাতিল হলে যাত্রীরা টিকিটের টাকা ফেরত পান। কিন্তু অভিযোগ, এয়ার ইন্ডিয়া ফ্লাইট বাতিল ঘোষণা করলেও সেই ফ্লাইটের যাত্রীদের টাকা ফেরত দেয়নি অথবা বিলম্ব করেছে। যদিও এই ঘটনা যে সময়ের তখন এয়ার ইন্ডিয়া সরকারের হাতে ছিল। এখন টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কিনে নিয়েছে।

Tata Sons Buying Air India Tata Sons Wins Bid 18000 Crores For Acquiring  National Carrier Air India | Tata Sons Air India Bid: ১৮ হাজার কোটি টাকায়  এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা

মার্কিন পরিবহন সচিব জানিয়েছেন, একটি ফ্লাইট যখন বাতিল হয়, যাত্রীরা খুবই হয়রানির মধ্যে পড়েন। তাই তাদের যত দ্রুত সম্ভব টিকিটের দাম ফিরিয়ে দেওয়া জরুরি। কিন্তু তা না হলে আমেরিকার যাত্রীদের তরফ থেকে আমাদের পদক্ষেপ করতে হয়। যাতে যাত্রীরা দ্রুত টিকিটের টাকা ফেরত পান।

শুধু এয়ার ইন্ডিয়া নয়, এমন অভিযোগে জরিমানা করা হয়েছে আরও পাঁচটি এয়ারলাইন্সকে। সেগুলো হচ্ছে- ফ্রন্টিয়ার, টিএপি পর্তুগাল, অ্যারো মেক্সিকো, ইআই এআই এবং আভিয়ানকা।

SHARE THIS ARTICLE