ইতালির রোমে প্রবাসী নারীদের পিঠা উৎসব

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি এবং নতুন প্রজন্মের কাছে বাংলার চিরন্তন ঐতিহ্য তুলে ধরতে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করেছেন ইতালিপ্রবাসী বাংলাদেশি নারীরা।

রোমের স্থানীয় লবঙ্গ রেস্তোরাঁয় এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে ঘরের তৈরি গ্রামবাংলার ঐতিহ্যবাহী মুখরোচক লোভনীয় সুস্বাদু ভাপা পিঠা, চিতই পিঠা, দুধচিতই, ছিট পিঠা, দুধকুলি, ক্ষীরকুলি, তিলকুলি, পাটিসাপটা, ফুলঝুরি, ধুপি পিঠা, নকশি পিঠা, মালাই পিঠা, মালপোয়া, পাকন পিঠা, ঝাল পিঠাসহ হরেক রকমের রকমারি পিঠা নিয়ে হাজির হন বাংলাদেশি নারীরা।

ইতালির রোমে প্রবাসী বাংলাদেশি নারীদের পিঠা উৎসব | নাগরিক সংবাদ

পিঠা উৎসবকে কেন্দ্র করে প্রবাসী নারীরা একত্র হতে পেরে একে অপরের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। খোজখবর নেন একে অপরের। বিদেশের মাটিতে দেশীয় সাজে নারীদের ভিন্নমাত্রার অপূর্ব এক আয়োজন। পুরো অনুষ্ঠান স্থল পরিণত হয় মিনি বাংলাদেশে।

অনুষ্ঠানে আমন্ত্রিত নেতারা বলেন, পিঠা‌-পুলি আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই প্রকাশ। আমাদের হাজারো সমস্যা সত্ত্বেও প্রবাসী বাঙালির মাঝে এসব পিঠা‌ পার্বণের আনন্দ‌-উদ্দীপনা এখনো মুছে যায়নি। পিঠা‌ পার্বণের এ আনন্দ ও ঐতিহ্য যুগ যুগ টিকে থাকুক প্রবাসী বাঙালির ঘরে ঘরে।

SHARE THIS ARTICLE