মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে রাত তিনটার দিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাত তিনটার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আমাদেরসময়ডটকমকে এ কথা জানান।

শায়রুল বলেন, ডিবির কর্মকর্তারা ‘উপরের নির্দেশ’ আছে বলে স্যারকে নিয়ে গেছে।

বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে নেওয়া হয়েছে।’

বিএনপির অফিশিয়াল ফেসবুকে এ গ্রেপ্তারের খবর জানিয়ে বলা হয়েছে, ‘দিনের আলোয় মিথ্যা সমঝোতার কথা বলে রাতের আঁধারে হানাদার আল বদরদের মতো আচরণ করা সরকারের এহেন কর্মকাণ্ডের জন্য তাদের ধিক্কার জানাচ্ছি।

SHARE THIS ARTICLE