ফ্রান্সের জার্সি দ্বীপের একটি ভবনে বিস্ফোরণে নিহত ৩

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ উত্তর ফ্রান্সের উপকূলে অবস্থিত জার্সি দ্বীপের একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১২ আহত হয়েছে। তারা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

জার্সি অঙ্গরাজ্যের পুলিশ চিফ অফিসার রবিন স্মিথ এক সংবাদ সম্মেলনে জানান, জার্সি দ্বীপের রাজধানী সেন্ট হেলিয়ারের পোতাশ্রয়ের কাছে অবস্থিত তিনতলাবিশিষ্ট ওই ভবনটি বিস্ফোরণে সম্পূর্ণ ধসে পড়েছে। এ ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছে, যা খুবই দুঃখজনক। স্থানীয় সময় শনিবার ভোর ৪টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় থেকেই ফায়ার সার্ভিসের কর্মীরা জীবিতদের উদ্ধারে কাজ শুরু করেন।

ঘটনার পর ২০-৩০ জনকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। ভবনের বাসিন্দারা শুক্রবার সন্ধ্যায় গ্যাসের গন্ধ পেয়ে সম্পত্তি রক্ষার্থে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে তাত্ক্ষণিকভাবে বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। তদন্ত করে বিস্ফোরণের কারণ উদ্ঘাটন করা হবে বলেও জানান তিনি।

SHARE THIS ARTICLE