৩০ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল কুয়েত, বাংলাদেশি ৩৫০০

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিভিন্ন অপরাধে গত এক বছরে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩৫০০ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, মাদক তৈরি, পতিতাবৃত্তি, আকামার মেয়াদ উত্তীর্ণ এবং আইন লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত প্রায় ৩০ হাজার প্রবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। কুয়েতফেরত এসব প্রবাসীদের মধ্যে ১৭ হাজার পুরুষ এবং ১৩ হাজার নারী।

ফেরতপাঠানো পুরুষ প্রবাসীদের মধ্যে ৬ হাজার ৪০০ জন ভারতীয়, ৩ হাজার ৫০০ জন বাংলাদেশি এবং ৩ হাজার মিশরীয় নাগরিক। আর নারীদের মধ্য ৩ হাজার ফিলিপিনো, ২ হাজার শ্রীলঙ্কান, ১ হাজার ৭০০ ভারতীয় এবং ১ হাজার ৪০০ জন ইথিওপিয়ান নাগরিক।

কুয়েতের নতুন আকামা আইনে জরিমানা বাড়ছে - AkashJatra

এসব প্রবাসীদের ফেরত পাঠানো বিষয়ে কুয়েত সরকার জানিয়েছে, জনসংখ্যায় ভারসাম্য ও দেশটির শ্রমবাজারে অতিরিক্ত প্রবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া চলতি বছরও দেশটির শ্রমবাজারে প্রবাসী নাগরিকদের ভারসাম্য আনতে প্রয়োজনে আরও প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারে দেশটির সরকার।

কুয়েতে প্রবাসী কর্মীদের পেশার সঙ্গে যোগ্যতা অবশ্যই মিল থাকতে হবে -  AkashJatra

এ বিষয়ে কুয়েতে প্রবাসী বাংলাদেশি আজগর আলী বলেন, কুয়েতের আইন মধ্যপ্রাচ্যে অনেকে দেশের তুলনায় কঠোর। তাই যারা দেশটিতে কর্মরত রয়েছেন, তাদের উচিত দেশের আইন ভালোভাবে মেনে চলা।

SHARE THIS ARTICLE