শাহজাহানপুরে মসজিদের খাদেমের ফাঁস লাগিয়ে আত্মহত্যা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনি থেকে মজিবুর রহমান (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে শাহজাহানপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

এ ব্যাপারে শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান জানান, মজিবর ২৫ বছর ধরে রেলওয়ে কলোনির বায়তুল জান্নাত মসজিদের খাদেম হিসেবে কাজ করছিলেন। তিনি পাশের একটি মেসে থাকতেন। দিনে মসজিদের খাদেমের দায়িত্ব পালন করে রাতে তিনি তার নিজস্ব সিএনজি চালাতেন। রোববার সন্ধ্যায় তার দিনের সিএনজি চালক তাকে ফোনে না পেয়ে বাসায় গিয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন তিনি লোহার অ্যাঙ্গেলের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে থানায় খবর দিলে ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, বিস্তারিত জানা যায়নি, তবে যতটুকু জানা গেছে তাতে পারিবারিক সমস্য ও প্রতিবেশিদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে হতাশাগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, এসব কারণেই আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

SHARE THIS ARTICLE