স্পেনে মাদারীপুর জেলা সমিতির উদ্যোগে সংবর্ধনা প্রদান

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকেঃ মাদারীপুরে চেম্বার অব কমার্সএন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নৌপরিবহন মন্ত্রী শাজাহন খানের ছোট ভাইবিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান খান (যাচ্চুনানা) বার্সেলোনা আগমন উপলক্ষ্যে সংবর্ধনা প্রদান করেছে মাদারীপুর জেলা সমিতি ।

গত ১২ই জানুয়ারী স্হানীয় মদুর ক্যান্টিন রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি শফিক খাঁনের সভাপতিত্বে ও সিহাব মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মাদারীপুর সদর দুধ খালি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক খাঁন, লন্ডন প্রবাসী নুরুল ইসলাম হাদি খাঁন । আলোচনা সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা হানিফ শরিফ, এনায়েত ঢালী,প্রবাসী ভি,আই,পি ক্লাব বার্সেলোনা শাখার সভাপতি আতাউর রহমান শাহিন, নাজমা জামাল ।

আলোচনা সভায় উপস্হিত ছিলেন সিহাব মিয়া,সোহাগ হোসেন আদর,সাঈদ ফরাজী সোহেল,সৈয়দ বাপ্পি,রুপা আলম,মোক্তার বেপারী,দেলোয়ার হোসেন,দীবা বাপ্পি সহ আরো অনেকে । আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তানভীর রহমান লাবিব ।এসময় বক্তারা মাদারীপুর জেলার সকল প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া উত্তাপন করেন,বিশেষ করে প্রবাসীরা দেশে গেলে তাদের যেন প্রশাসনিক কোন ধরনের হয়রানী না হতে হয় সে দিকে জনপ্রতিনিধিরা নজরে রাখার দাবী জানান।

No description available.

প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাসে মাদারীপুরবাসী দেশের ভাবমুর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছেন তা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। তারা সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য বিভিন্ন কল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ড জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, মাদারীপুর জেলার প্রবাসীদের সকল ধরনের সমস্যা সমাধানে এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান সহ মাদারীপুর জেলায় আমার প্রতিষ্টিত আসমত আলী খাঁন সেন্ট্রাল হাসপাতাল ও হোটেল সার্বিক ইন্টান্যাশনাল প্রবাসী ভি,আই.পি ক্লাবের সদস্যদের জন্য ২০% ছাড় দেওয়া হবে । এই বিশেষ সুবিধা গুলি প্রবাসী ভি,আই,পি ক্বাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান সম্নয়ক কেন্দ্রীয় কমিটির শফিক খাঁনকে উৎসর্গ করেন।

SHARE THIS ARTICLE