
সিদ্দিকুর রাহমান, স্পেন প্রতিনিধি: স্পেনে প্রবাসীদের উদ্যোগে আনন্দ লটারি ড্র অনুষ্ঠিত হয়। নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের উদ্যোগে শনিবার(১৪ জানুয়ারী) রাত ১০টায় মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে ইকবাল হোসেনের সভাপতিত্বে ও ইয়াছিন সিকদারের সঞ্চালনায় আনন্দ লটারির ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সিনিয়র সহসভাপতি ও নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সভাপতি আল আমিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচএম মাসুদুর রহমান, কমিউনিটি নেতা আব্দুল কাইয়ুম মাসুক, মাসুদুর রহমান নাসিম,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক ক্রীড়া সম্পাদক তামিম ইকবাল,নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সিনিয়র সহ-সভাপতি খলিল খান ,সাঈদ আনোয়ার ,আবু বক্কর, হারুন আহমদ ,আমির হোসেন ,জহিরুল হক টুটুল প্রমুখ।

নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের উদ্যোগে মাসিক একশত ইউরো করে বায়ান্ন জন সদস্য লটারিতে জমা করেন এবং মাসের শুরুতে প্রথম শনিবার লটারির ড্র অনুষ্ঠিত হয় এবং দুইজনকে বিজয়ী ঘোষণা করে পুরো টাকা তাদের দুইজনকে দেওয়া হয় বলে জানান দায়িত্বশীলরা। তারই ধারাবাহিকতায় এ মাসের বিজয়ী হচ্ছেন মুসলিম আহমদ ও জুবায়ের আহমদ। এছাড়াও নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটি ইন স্পেনের সদস্যরা, মাদ্রিদ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি ইকবাল হোসেনের সমাপনী বক্তব্য ও নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি হয়।