আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ভারতের আগ্রায় অবৈধভাবে বসবাসের অভিযোগে কথিত ৩২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ভারতীয় গোয়েন্দাদের এক প্রচেষ্টার পর এই সন্দেহভাজন বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৩ জন নারী। এছাড়া ৪ শিশুও রয়েছে তাদের সঙ্গে। শিশুদের বাদ দিয়ে প্রাপ্তবয়স্কদের জেলে পাঠানো হয়েছে।
এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, এই বাংলাদেশিরা আওয়াস বিকাশ কলোনিতে থাকতেন। তাদের কাছ থেকে ৩৫টি আধার কার্ড এবং একটি প্যান কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়া দায়ের করা হয়েছে মামলাও। ভুয়া নথি তৈরি, জালিয়াতি এবং বিদেশি আইনের অধীনে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে।
এ বিষয়ে আগ্রার ডিসিপি বিকাশ কুমার জানান, বাংলাদেশিদের অবৈধভাবে অবস্থান নিয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়াদের মধ্যে হালিম নামের একজন জানান, তিনি ১২ বছর আগে পশ্চিমবঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
এরপর সেখানেই এক দালাল তার কাগজপত্র প্রস্তুত করে দেয়। এরপর তারা পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতের অন্যত্র বাস করতে থাকেন। তাকে তার কাগজপত্র প্রস্তুত করতে মাত্র কয়েক হাজার রূপি খরচ করতে হয়েছিল। আগ্রাতে আরও অনেক বাংলাদেশি আছে বলে ধারণা করছেন বিকাশ কুমার।
তার দাবি, আগ্রায় এমন অন্তত ২০০ জনের ব্যাপারে তথ্য আছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।