সিদ্দিকুর রাহমান, স্পেন(মাদ্রিদ) থেকে: স্পেনের রাজধানী মাদ্রিদে সৃজনশীল ভাবিদের উদ্যোগে বসন্ত বরণ ও পিঠা মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার(১৬ ই ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদ্রিদের লাভাপিয়েস এলাকার বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের হল রুমে বিপুল সংখ্যক শিশু কিশোর ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে বসন্ত বরণ ও পিঠা মেলা অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন হাবিবা ইনসাফ শীলা, মার্জিয়া পাপড়ি, রুথি, লুৎফা বেগম প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাসুদ ইমতিয়াজ, বনফুল রেস্টুরেন্টের স্বত্তাধিকারী রিপন আহমেদ, হুমায়ুন কবির, এস আই ভিকি, সাকিব সারোয়ার, ইনসাফ সুমন এবং বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের যুগ্ন সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।
অনুষ্ঠানের আয়োজক ভাবিরা বলেন, প্রবাসে নবপ্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি উপস্থাপন করার জন্যই মূলত এ পিঠা উৎসবের আয়োজন।