টেকনাফের বাহার ছড়ায় বিয়ে বাড়িতে ডাকাতিঃ অস্ত্রের মুখে নববধূর গহনা লুট

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় বিয়েবাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল নববধূর গহনা ও টাকাসহ মালামাল লুট করেছে। এরমধ্যে বিয়ে বাড়ির নববধূর গয়না মোবাইল ও টাকাসহ মালামাল লুুট করে নিয়ে গেছে ডাকাত দল। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

গতকাল সোমবার (১৩মার্চ) রাত ৮ টার দিকে টেকনাফ উপজেলা বাহারছড়া হলবনিয়া এলাকার ছালামের বাড়িতে এই ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন, টেকনাফ বাহারছড়া ফাঁড়ির আইসি মশিউর রহমান । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাহারছড়া হলবনিয়া ছালামের বিয়ে বাড়িতে ডাকাতদল হানা দেয় রাত ৮ টার দিকে।

দরজা ভেঙে ঘরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নববধূর তিন ভরি স্বর্ণালংকার ও ২০ টি মোবাইল সহ লুট করে। এসময় অর্ধলাখ টাকাও নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। বাহারছড়া ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) মশিউর রহমান বলেন, ডাকাতির ঘটনা শুনে আমরা ঘটনা স্থানে আসি। আজ হলবনিয়া এলাকার স্থানীয় ছালামের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। ডাকাতদের টার্গেট ছিল বিয়ে বাড়ির স্বর্ণালংকার মোবাইল ও টাকা পয়সা।

রাত ৮ টার দিকে ডাকাত দলের ৩জন সদস্য বিয়ের বাড়িতে প্রবেশ করে নববধূর ঘরে ডেকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূর স্বর্ণালংকার ও টাকা পয়সা লুট করে ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ করেন ডাকাত দলের সদস্যরা। ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, সন্ধ্যা এশার নামাজের পর পরই বিয়ে বাড়িতে ডাকাতি ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল হালিম বলেন, বিয়ে বাড়িতে ডাকাতি ঘটনা শোনার পর পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।লিশের একটি টিম গিয়ে ছিল। তদন্ত ও আসামিদের ধরার চেষ্টা চলছে ।

SHARE THIS ARTICLE