মাদ্রিদে প্রবাসীদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার নিয়ে সেমিনার

সিদ্দিকুর রাহমান ,স্পেন (মাদ্রিদ)থেকে: প্রবাসীদের কষ্টার্জিত অর্থ তাদের প্রিয়জনের কাছে সঠিক সময়ে ও নিরাপদে পৌঁছানোর জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়ে নেক মানি ট্রান্সফার লিমিটেড এর চেয়ারম্যান এন্ড সি.ই.ও ইকরাম ফরাজী (সিআইপি) সবসময় কাজ করে যাচ্ছেন ।

No description available.

এরই ধারাবাহিকতায় (১২ ই মার্চ) রবিবার রাত ৮ টায় মাদ্রিদের বাঙ্গালী অধ্যুষিত লাভাপিয়েস এলাকার আনারকলি রেস্টুরেন্টে মাদ্রিদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এনসিসি ব্যাংক এবং বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির অংশগ্রহণে বৈধ পথে রেমিটেন্স এর আনায়ন সংক্রান্ত সেমিনারে অংশগ্রহণ করেন।

No description available.

উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান জনাব আবুল বাশার, ডিরেক্টর সৈয়দ মোঃ আবু মহসিন, ডিরেক্টর মো: মঈনুদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর মোঃ মামদুদুর রশিদ, ইভিপি এন্ড হেড অফ রেমিট্যান্স এনআরবি ডিভিশন মোঃ মাহফুজুর রহমান, দূতাবাসের কাউন্সিলর (লেবার উইং) মোহতাসিমুল ইসলাম, নেক মানি ট্রান্সফার লিমিটেড এর কান্ট্রি ডিরেক্টর জনাব রবিন মাহমুদ,

No description available.

বাংলাদেশ মসজিদ এর সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আল আমিন মিয়া ,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর , ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি ,সাধারন সম্পাদক রমিজ উদ্দিন , ব্যাবসায়ী মিল্টন ভূইয়া কচি ,আব্দুল কাইয়ূম মাসুক ,একরামুজ্জামান কিরন, রাসেল দেওয়ান, বদরুল কামালী, কাদের ঢালী সহ সম্মানিত নেক এজেন্সি ও মাদ্রিদ কমিউনিটি সম্মানিত ব্যক্তিবর্গ।

No description available.

সেমিনারের প্রবাসীদের সর্বোচ্চ সেবা দিয়ে বৈধপথে রেমিটেন্স এনে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার বিষয়ে নেক মানি ট্রান্সফার লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান এন্ড সি.ই.ও জনাব ইকরাম ফরাজী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

SHARE THIS ARTICLE